কুমুদবিহারী গুহঠাকুরতা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:১২, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ১৯০৬। মৃত্যু ২৮ এপ্রিল ১৯৭৪। জন্মস্থান বানারিপাড়া..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ১৯০৬। মৃত্যু ২৮ এপ্রিল ১৯৭৪। জন্মস্থান বানারিপাড়া, বরিশাল। ছাত্রাবস্থায় অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। পরে অনুশীলন পার্টিতে যোগ দেন। ইংরেজ সরকারের আমলে তিনি ২০ বছর কারাদ- ভোগ করেন। ১৯৪৭খ্রি. দেশবিভাগের পর পূর্ব-পাকিস্তানে বাসকালে পাক সরকারের আমলে ১০ বছর কারান্তরালে কাটান। বরিশাল জেলা ‘ন্যাপ’ ও কৃষক সমিতির একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।