"কীর্তিপাশা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("ঝালকাঠি থানায় কীর্তিপাশা অবস্থিত। কীর্তিপাশা গ্রাম অব..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:৪৩, ৩ আগস্ট ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

ঝালকাঠি থানায় কীর্তিপাশা অবস্থিত। কীর্তিপাশা গ্রাম অবিভক্ত বাংলায় বিশেষভাবে পরিচিতি ছিল। কীর্তিপাশার জমিদারদের আদি বাসস্থান বিক্রমপুরের পোড়াগঙ্গা গ্রামে। তাদের আদি পুরুষ দূর্গাদাস সেন পদহিদাস বংশধরের কন্যা বিয়ে করে কীর্তিপাশায় বসতি স্থাপন করেন। এ বংশের কৃষ্ণ রাম রায়েরকাঠি জমিদারদের দেওয়ান ছিলেন। সেই সূত্রে তাঁরা জমিদারি লাভ করেন। এ বংশের প্রসন্নকুমার সেনের পুত্র রোহিনী কুমার সেন বরিশালের ইতিহাস ‘বাকলা’ গ্রন্থ রচনা করে বিখ্যাত হয়ে আছেন। কীর্তিপাশার জমিদার পরিবার ১৯৫০ খৃৃস্টাব্দে দাঙ্গার পর দেশত্যাগ করে। এ পরিবারের তপন রায় চৌধুরী ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ১৯০৩ খৃৃস্টাব্দে কীর্তিপাশা পি. কে. হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।