কাশীপুরের চতুর্ভুজ শিবমূর্তি

Barisalpedia থেকে

বরিশাল শহরের নিকটবর্তী কাশীপুর গ্রামের চতুর্ভুজ শিবমূর্তিটি পাল আমলের। এই মূর্তিটিকে বিরূপাক্ষ বা নীলকণ্ঠ বলা হয়। সারদাতিলকতন্ত্র অনুসারে নীলকণ্ঠের পাঁচটি মুখ। এ মূর্তির মুখ মাত্র একটি। শিব মূর্তিটির হস্তে অক্ষমালা, ত্রিশূল, খট্টাঙ্গ ও কপল আছে। বর্ণনার অতিরিক্ত এ মূর্তিতে কিরীটি মুখের পরিবর্তে ছত্র প্রভাবলীর দু’পাশে কার্তিক, গণেশের মূর্তি ও নিম্নে দু’পাশে মকরবাহিনী গঙ্গা ও সিংহবাহিনী পার্বতীর মূর্তি প্রভৃতি বিশেষ লক্ষ্য করার বিষয়। মূর্তির আধোভাগে শিবের বাহন নন্দীর মূর্তি। সারদাতিলক তন্ত্রের ওপর নির্ভর করে ঐতিহাসিক এন কে ভট্টাশালী মূর্তিটি নীলকণ্ঠের বলে আখ্যায়িত করেছেন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।