কালীশচন্দ্র বিদ্যাবিনোদ

Barisalpedia থেকে

জন্ম ?। মৃত্যু ৩১ শ্রাবণ ১৩২১ বঙ্গাব্দ। জন্মস্থান রামচন্দ্রপুর, বরিশাল। দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম। কুড়ি বছর বয়সে কাশীধামে গিয়ে বহুকষ্টে অন্যের আশ্রয়ে থেকে সংস্কৃত শিক্ষা করেন। দেশে ফিরে বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের সংস্কৃত প-িতের পদে বৃত হন। ‘সংস্কৃত প্রবেশ’ নামে একখানি সুখপাঠ্য ব্যাকরণ-গ্রন্থ রচনা করেন। আচ-াল আর্ত-আতুরের সেবায় তাঁর জীবন উৎসর্গীকৃত ছিল। ১৮৯৪খ্রি. ‘দরিদ্র বান্ধব সমিতি’র সর্বাধিনায়ক হয়েছিলেন। তিনি তাঁর ছাত্রদের অসীম মমতায় সেবাব্রতী করে তুলেছিলেন। এই স্বেচ্ছাসেবক ছেলেরা শুধু আতুরাশ্রমেই রুগির সেবা করত না, শহরের যে কোনো বাড়ি থেকে ডাক পড়লেই তারা সেখানে উপস্থিত হত। প-িতমশাই তাদের কাজ ভাগ করে দিতেন। তাঁর সমাধিমন্দিরের নাম ‘কালীশচন্দ্র আতুরাশ্রম’। সেখানে একসঙ্গে চারজন অনাথ-আতুরের সেবার ব্যবস্থা ছিল।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।