কালীবিলাস ভট্টাচার্য

Barisalpedia থেকে

স্বাধীনতা সংগ্রামী ও ভারতের বিশিষ্ট কম্যুনিস্ট রাজনীতিবিদ কালীবিলাস ভট্টাচার্য ২ অক্টোবর ১৯০৮ সালে গৌরনদীর চাদসীতে জন্মগ্রহণ করেন। তাঁর মৃত্যু তারিখ ১৬ মে ১৯৯২।

কালীবিলাস ভট্টাচার্য ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য কমিটির আজীবন সম্মানিত সদস্য। স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি কারারুদ্ধ হন। রাজপুতনার দেউলি জেলে পাঁচুগোপাল ভাদুড়ী, প্রমোদ দাশগুপ্ত, ভবানী সেন প্রমুখ নেতাদের সংস্পর্শে এসে তিনি কমিউনিস্ট ভাবাদর্শে বিশ^াসী হন। ১৯৩৮ খ্রিস্টাব্দে কারামুক্তির পরে কম্যুনিস্ট হিসেবেই তিনি জাতীয় কংগ্রেসে থেকে যান। ১৯৪৩ খ্রিস্টাব্দে ভারতীয় গণনাট্য সংঘ প্রতিষ্ঠিত হলে তিনি হওড়া জেলার গণনাট্য সংঘে যোগ দেন। ১৯৪৭ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৬৬ খ্রিস্টাব্দে ভারত-রক্ষা আইনে গ্রেপ্তার হন। পরবর্তী জীবনে সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।