কালীপ্রসন্ন বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৫৮, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে (" জন্ম আনু. ১২৫৫ বঙ্গাব্দ। মৃত্যু ১ সেপ্টেম্বর ১৯৩০। জন্মস..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)
জন্ম আনু. ১২৫৫ বঙ্গাব্দ। মৃত্যু ১ সেপ্টেম্বর ১৯৩০। জন্মস্থান উজিরপুর, বরিশাল। পিতা বিশ্বম্ভর ভট্টাচার্য। ফরিদপুর জেলার ধানুকা গ্রামের এক চতুষ্পাঠীতে সংস্কৃত অধ্যয়ন করেন। পরে বরিশাল থেকে এন্ট্রান্স, কলকাতা জেনারেল অ্যাসেমব্লিজ কলেজ (স্কটিশ চার্চ কলেজ) থেকে বি.এ. এবং এম.এ. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৮৮১ খ্রি. ঢাকা জগন্নাথ কলেজের সংস্কৃতের অধ্যাপকরূপে তাঁর কর্মজীবন আরম্ভ করেন। ১৯০১ খ্রি. কলকাতা প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক নিযুক্ত হন। ১৯১০-১৮ খ্রি. পর্যন্ত কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। ১৯১৮ খ্রি. থেকে তিনি টোলসমূহের পরিদর্শকরূপে কাজ করেন। সংস্কৃত সাহিত্য পরিষদের সভাপতি (১৯১৬-১৯২৩ খ্রি.) ছিলেন। ১৯১১ খ্রি. ‘মহামহোপাধ্যায়’ উপাধিতে ভূষিত হন। 

তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।