কালীপ্রসন্ন তর্কচূড়ামণি

Barisalpedia থেকে

জন্ম ১২৪০ বঙ্গাব্দ। মৃত্যু ১৩০৪ বঙ্গাব্দ। জন্মস্থান গৈলা, গৌরনদী, বরিশাল। পিতা জগমোহন বন্দ্যোপাধ্যায়, তর্কসিদ্ধান্ত। ‘স্মৃতিভূষণ’ উপাধি লাভ করে পিতার চতুষ্পাঠীতে অধ্যাপনা করতে থাকেন ও পিতার মৃত্যুর পর তার দায়িত্বভার গ্রহণ করেন। নবদ্বীপে গিয়ে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করে ‘ন্যায়পঞ্চানন’ ও বারাণসীতে গিয়ে ভৃগু চতুষ্পাঠী থেকে ‘জ্যোতিষাচার্য’ উপাধি লাভ করেন। বরিশাল জেলার কলসকাঠি গ্রামের জমিদার বরদাকান্ত রায় তাঁকে সভাপ-িত ও ধর্মোপদেষ্টা নিযুক্ত করেন। আনু. ১২৯০ব. জমিদার-ভবনে অনুষ্ঠিত ধর্ম সম্মেলনে প-িতবর্গ কতৃর্ক ‘তর্কচূড়ামণি’ উপাধি পান। তাঁর কৃতী ছাত্রদের মধ্যে বরিশালের মধুসূদন স্মৃতিরত্ন -পঞ্চতীর্থ ও গৈলা কবীন্দ্র (আয়ুবেদ) কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ললিতমোহন সেন বিশেষ উল্লেখযোগ্য। কামাখ্যা মন্দিরের অন্যতম বিশ্বস্ত সেবক ও ট্রাস্টি ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।