কালীকিঙ্কর ঘোষ দস্তিদার

Barisalpedia থেকে

জন্ম ১৬ জুন ১৯০৮। মৃত্যু ২৮ সেপ্টেম্বর ১৯৭২। গাভা, ঝালকাঠি, বরিশাল। পিতা মতিলাল; মাতা হেমাঙ্গিনী। বিশিষ্ট চিত্রশিল্পী। বরিশালে জন্মগ্রহণ করলেও শৈশব ও কৈশোর কাটে পিতার কর্মস্থল ওড়িশার পুরীতে। ১৯২৭ খ্রি. কলকাতার সরকারি আর্ট স্কুলে ভর্তি হন। ১৯৩০খ্রি. আর্ট স্কুলে যে ছাত্র ধর্মঘট হয় তিনি তাতে সক্রিয়ভাবে যুক্ত থাকার ফলে সেখান থেকে বিতাড়িত হন। এরপর ভর্তি হবার জন্য দেশের প্রায় সব ক-টি আর্ট স্কুলে আবেদন করেন-সঙ্গে এ কথাও জানান যে তাঁকে কলকাতার আর্ট কলেজ থেকে অন্যায়ভাবে বিতাড়িত করা হয়েছে। তাঁর সৎসাহসের পরিচয় পেয়ে একমাত্র মাদ্রাজ আর্ট কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়চৌধুরী তাঁকে ডেকে পাঠান, তাঁর কাজ দেখেন এবং আর্ট স্কুলে ভর্তি করে নেন। তাঁর ছিল গভীর শিল্পজ্ঞান, শিল্পপ্রতিভার পরিশীলিত সূক্ষèতা এবং প্রগাঢ় একাগ্রতা। তিনি নিজের খেয়ালে অজস্র ছবি এঁকেছেন, কিন্তু দরিদ্র্যের মধ্যে থেকেও কোন ছবি বিক্রি করার চেষ্ঠা করেননি। তাঁর অ্যানিমেল স্টাডির বহু নিদর্শন আছে অনেক প্রেক্ষাগৃহের ফ্রেস্কোয় অথবা বিত্তবান ব্যক্তির ড্রয়িং রুমে। তাঁর আর্থিক অসচ্ছলতা এবং তাঁর অদম্য শিল্পপ্রকাশের আকাক্সক্ষার সুযোগ নিয়ে অনেকে ইনটেরিয়র ডেকরেটর ব্যবসা করে অর্থ উপার্জন করেছেন কিন্তু তিনি তার মূল্য পাননি। ম-পসজ্জায় তাঁর দক্ষতা গান্ধীজী-নেহরুজির প্রশংসা লাভ করেছিল। ত্রিপুরা, ময়ূরভঞ্জ প্রভৃতি রাজবাড়িতে তিনি অনেক কাজ করেছেন। কোথাও তিনি তার প্রাপ্যের বেশি টাকা নেননি, কোনো সুযোগসুবিধা গ্রহণ করেননি। উপরন্তু ছাত্রাবস্থায় তাঁর কাজের জন্য পাওয়া সোনার মেডেল সহপাঠীদের বিপদে অনায়াসে বিক্রি করে তাঁদের মান বাঁচিয়েছেন। পুরস্কার বিষয়েও তাঁর উদাশীনতা ছিল। রঙে-রেখায়-ওয়াশ-এ সুকুমার শিল্পসৃষ্টিতে দক্ষ দেবীপ্রসাদ রায়চৌধুরীর এই ছাত্রকে জনসাধারণ কিন্তু জানতেন সাময়িক পত্রপত্রিকার ইলাসট্রেটর হিসাবে। তাঁর ছোটো ছোটো চীনামাটির মূর্তিগুলি ভাস্কর্যের সুন্দর নিদর্শন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।