"কালিদাস ভট্টাচার্য"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম ১৯১১। মৃত্যু ১৫ মার্চ ১৯৮৪। আদি নিবাস বরিশাল। পিতা দ..." দিয়ে পাতা তৈরি)
 
 
১ নং লাইন: ১ নং লাইন:
 
জন্ম ১৯১১। মৃত্যু ১৫ মার্চ ১৯৮৪। আদি নিবাস বরিশাল। পিতা দার্শনিক কৃষ্ণচন্দ্র। প্রখ্যাত দার্শনিক। অধ্যাপনা শুরু করেন বিদ্যাসাগর কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃত কলেজে যুক্ত থাকার পর দর্শন বিভাগের প্রধানরূপে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। প্রধানত তাঁরই উদ্যোগে ১৯৬৪ খ্রি. প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর অ্যাডভান্সড স্ট্যাডিজ ইন ফিলজফি এবং তিনি তার ডিরেক্টর হন। ১৯৬৬-১৯৭০ খ্রি. তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। অবসরগ্রহণের পর দর্শনের জাতীয় অধ্যাপক নিযুক্ত হন। ‘দেশকোত্তম’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। বিখ্যাত দার্শনিক গোপীনাথ তাঁর অগ্রজ।
 
জন্ম ১৯১১। মৃত্যু ১৫ মার্চ ১৯৮৪। আদি নিবাস বরিশাল। পিতা দার্শনিক কৃষ্ণচন্দ্র। প্রখ্যাত দার্শনিক। অধ্যাপনা শুরু করেন বিদ্যাসাগর কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃত কলেজে যুক্ত থাকার পর দর্শন বিভাগের প্রধানরূপে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। প্রধানত তাঁরই উদ্যোগে ১৯৬৪ খ্রি. প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর অ্যাডভান্সড স্ট্যাডিজ ইন ফিলজফি এবং তিনি তার ডিরেক্টর হন। ১৯৬৬-১৯৭০ খ্রি. তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। অবসরগ্রহণের পর দর্শনের জাতীয় অধ্যাপক নিযুক্ত হন। ‘দেশকোত্তম’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। বিখ্যাত দার্শনিক গোপীনাথ তাঁর অগ্রজ।
 +
 +
----
 +
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।

১০:৩৩, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

জন্ম ১৯১১। মৃত্যু ১৫ মার্চ ১৯৮৪। আদি নিবাস বরিশাল। পিতা দার্শনিক কৃষ্ণচন্দ্র। প্রখ্যাত দার্শনিক। অধ্যাপনা শুরু করেন বিদ্যাসাগর কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃত কলেজে যুক্ত থাকার পর দর্শন বিভাগের প্রধানরূপে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। প্রধানত তাঁরই উদ্যোগে ১৯৬৪ খ্রি. প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর অ্যাডভান্সড স্ট্যাডিজ ইন ফিলজফি এবং তিনি তার ডিরেক্টর হন। ১৯৬৬-১৯৭০ খ্রি. তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। অবসরগ্রহণের পর দর্শনের জাতীয় অধ্যাপক নিযুক্ত হন। ‘দেশকোত্তম’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। বিখ্যাত দার্শনিক গোপীনাথ তাঁর অগ্রজ।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।