"কামিনী রায়"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম ১২ অক্টোবর ৬৪। মৃত্যু ২৭ সেপ্টেম্বর ১৯৩৩। জন্মস্থা..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

১০:২৫, ২১ মার্চ ২০১৬ তারিখের সংস্করণ

জন্ম ১২ অক্টোবর ৬৪। মৃত্যু ২৭ সেপ্টেম্বর ১৯৩৩। জন্মস্থান বাসন্ডা, ঝালকাঠি। পিতা চ-ীচরণ সেন ব্রাহ্ম ধর্মাবলম্বী এবং সাহিত্যিক ও সাব-জজ ছিলেন। স্বামী স্ট্যাটিউটরি সিভিলিয়ান কেদারনাথ রায়। বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স-সহ বি.এ. পাশ করে (১৮৮৬) উক্ত কলেজেই শিক্ষয়িত্রীর পদ পান। তিনিই ভারতে প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট। পনেরো বছর বয়সে লেখা ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা-সমেত প্রকাশিত (১৮৮৯) হবার পর থেকেই কবিখ্যাতি ছড়িয়ে পড়ে। অমিত্রাক্ষর ছন্দে রচিত ‘মহাশ্বেতা’ ও ‘পুন্ডরীক’ তাঁর দু-টি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘পৌরাণিকী’, ‘দীপ ও ধূপ’, ‘জীবনপথে’, ‘নির্মাল্য’, ‘মাল্য ও নির্মাল্য’, ‘অশোক সঙ্গীত’ প্রভৃতি। বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ-সভাপতি (১৯৩২-৩৩) এবং নারীশ্রমিক তদন্ত কমিশনের অন্যতম সদস্যা (১৯২২-২৩) ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ প্রদান করে সম্মানিত করেন (১৯২৯)। তাঁর ভগিনী যামিনী সেন লেডি ডাক্তার হিসাবে খ্যাতিলাভ করেছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।