কামিনীকুমার ঘোষ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:২৩, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ১৮৮৯। মৃত্যু ৩১ অক্টোবর ১৯৭৪। জন্মস্থান বিনয়কাঠি,..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ১৮৮৯। মৃত্যু ৩১ অক্টোবর ১৯৭৪। জন্মস্থান বিনয়কাঠি, বরিশাল। পিতা রামচরণ। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে তাঁর ছাত্রজীবন কাটে। গৈলা স্কুল থেকে প্রবেশিকা, বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বি.এ.(১৯১৫) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে ১৯২০খ্রি. জোড়াসাঁকো হাই স্কুলের প্রধান শিক্ষকরূপে কর্মজীবন শুরু করেন। তিনি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও কর্ণধার এবং বিধান পরিষদ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সদস্য ছিলেন। এ ছাড়া বহু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। স্কুলপাঠ্য গ্রন্থের প্রণেতা ও প্রকাশকরূপেও তাঁর নাম সুপরিচিত। বরিশাল সেবা সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতিরূপে দীর্ঘকাল উক্ত সংস্থার সঙ্গে জড়িত ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।