কানু ঘোষ

Barisalpedia থেকে

ম্বাই আই.পি.টি.এ.-র নেতা ও বিশিষ্ট সুরকার কানু ঘোষ ১৯২৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা যতীন্দ্রনাথ ঘোষ। কানু ঘোষের মৃত্যু ৪ ডিসেম্বর ১৯৯৭।

১৯৪৭ খ্রিস্টাব্দে প্রখ্যাত সুরকার অনিল বিশ্বাসের ডাকে কানু ঘোষ মুম্বাই গিয়ে প্রথমে গণনাট্য সংঘ এবং ইয়ুথ কয়ার - এ যোগ দেন। পাশাপাশি সলিল চৌধুরীর সহকারী হিসেবে চলচ্চিত্র ও অন্যান্য ক্ষেত্রে সংগীত পরিচালনার কাজও করতে থাকেন। ষাটের দশক থেকে অল ইন্ডিয়া রেডিয়োর কোরাস গানের সঙ্গে যুক্ত ছিলেন এবং সে বিষয়ে গবেষণা করেছেন। ‘পেয়ার কি রাহে’, ‘নয়া জামান’, ও ‘বিবেক’ ছবির সংগীত পরিচালক ছিলেন। এন.সি.আর.টি.ই.-র কোরাস গানের প্রশিক্ষণ প্রকল্পে তিনি বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে জাতীয় সংহতির উপর গানের প্রশিক্ষণ দিয়েছেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।