"কাঠালিয়া উপজেলা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
(" বাখরগঞ্জ গেজেটিয়ার অনুযায়ী ১৯১৫ খৃস্টাব্দে পিরোজপুর..." দিয়ে পাতা তৈরি)
 
 
১ নং লাইন: ১ নং লাইন:
  বাখরগঞ্জ গেজেটিয়ার অনুযায়ী ১৯১৫ খৃস্টাব্দে পিরোজপুর মহকুমার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি কাঠালিয়া। কিন্তু বাংলাপিডিয়ার বিবরণ অনুযায়ী থানাটি গঠিত হয়েছে ৬ আগস্ট ১৯১৮ সালে। ১৫/১২/১৯৮২ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।
+
  বাখরগঞ্জ গেজেটিয়ার অনুযায়ী ১৯১৫ খৃস্টাব্দে পিরোজপুর মহকুমার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি কাঠালিয়া। কিন্তু বাংলাপিডিয়ার বিবরণ অনুযায়ী থানাটি গঠিত হয়েছে ৬ আগস্ট ১৯১৮ সালে। ১৫/১২/১৯৮২ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ। উল্লেখ্য, নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।
  
 
== আওরাবুনিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ ==
 
== আওরাবুনিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ ==

০৯:৩২, ২৬ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বাখরগঞ্জ গেজেটিয়ার অনুযায়ী ১৯১৫ খৃস্টাব্দে পিরোজপুর মহকুমার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি কাঠালিয়া। কিন্তু বাংলাপিডিয়ার বিবরণ অনুযায়ী থানাটি গঠিত হয়েছে ৬ আগস্ট ১৯১৮ সালে। ১৫/১২/১৯৮২ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ। উল্লেখ্য, নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

আওরাবুনিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মোহাম্মদ মকসুদুল্লাহ (রহ.), (১৮৮৩ - ?), তালগাছিয়ার পিরসাহেব।

শৌলজালিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. বয্লুর রহমান (১৯০১ - ১৯৮৫) সুফিতাত্ত্বিক সাধক ও লেখক; গ্রাম: শৌলজালিয়া। ২. জাহাঙ্গীর তারেক (১৯৪৩-২০০৩), ভাষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস এর ভূতপূর্ব পরিচালক; গ্রাম: শৌলজালিয়া।


কাঠালিয়া উপজেলার বিখ্যাত সামন্ত পরিবারসমূহ

চেচরিরামপুরের তালুকদার পরিবার


কাঠালিয়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. তোফাজ্জেল হোসেন মীরবহর (রাজা মিয়া), আমুয়া; আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধ সংগঠক। ২. ভবরঞ্জন ওঝা, ছাত্র আওরাবুনিয়া। ৩. সন্তোষ কুমার বড়–য়া, ছাত্র, আওরাবুনিয়া। ৪. জব্বার হাওলাদার, আওরাবুনিয়া। ৫. সূর্যকান্ত মন্ডল, বাঁশবুনিয়া। ৬. উপেন্দ্রনাথ হালদার, আওরাবুনিয়া। ৭. বসন্ত কুমার হালদার, কৈশালী। ৮. ইন্দুভুষণ হালদার, আওরাবুনিয়া। ৯. ফটিকচন্দ্র বেপারী, আওরাবুনিয়া। ১০. মহেন্দ্রনাথ হালদার, আওরাবুনিয়া। ১১. সুধীর হালদার, বাশবুনিয়া। ১২. অমূল্য কুমার, আমুয়া। ১৩. গনেশ বাড়ৈ, আমুয়া। ১৪. তিতেন, আমুয়া। ১৫. কামানি বেপারী, আউরা। ১৬. নিকুঞ্জ হাওলাদার, আউরা। ১৭. মহেন্দ্র চক্রবর্তী, আউরা। ১৮. নগেন্দ্র হালদার, আউরা। ১৯. রাখাল চন্দ্র হালদার, আউরা। ২০. সূর্যকান্ত গাইন, আউরা। ২১. ফটিক বেপারী, আউরা। ২২. নিবারণ মিস্ত্রি, আউরা। ২৩. মাধবচন্দ্র রায়, আউরা। ২৪. শ্যামনাথ সিকদার, আউরা। ২৫. চানমনি হাওলাদার, পশ্চিম ছিটকি। ২৬. হরেন্দ্র ওঝা, আউরা। ২৭. যাদব সাদু, আউরা। ২৮. যজ্ঞেশ্বর মিস্ত্রি, আউরা। ২৯. আবদুল হামিদ হাওলাদার, কচুয়া। ৩০. আবুল হাওলাদার, কচুয়া।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।