কাঠালিয়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে

কাঠালিয়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. তোফাজ্জেল হোসেন মীরবহর (রাজা মিয়া), আমুয়া; আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধ সংগঠক। ২. ভবরঞ্জন ওঝা, ছাত্র আওরাবুনিয়া। ৩. সন্তোষ কুমার বড়–য়া, ছাত্র, আওরাবুনিয়া। ৪. জব্বার হাওলাদার, আওরাবুনিয়া। ৫. সূর্যকান্ত মন্ডল, বাঁশবুনিয়া। ৬. উপেন্দ্রনাথ হালদার, আওরাবুনিয়া। ৭. বসন্ত কুমার হালদার, কৈশালী। ৮. ইন্দুভুষণ হালদার, আওরাবুনিয়া। ৯. ফটিকচন্দ্র বেপারী, আওরাবুনিয়া। ১০. মহেন্দ্রনাথ হালদার, আওরাবুনিয়া। ১১. সুধীর হালদার, বাশবুনিয়া। ১২. অমূল্য কুমার, আমুয়া। ১৩. গনেশ বাড়ৈ, আমুয়া। ১৪. তিতেন, আমুয়া। ১৫. কামানি বেপারী, আউরা। ১৬. নিকুঞ্জ হাওলাদার, আউরা। ১৭. মহেন্দ্র চক্রবর্তী, আউরা। ১৮. নগেন্দ্র হালদার, আউরা। ১৯. রাখাল চন্দ্র হালদার, আউরা। ২০. সূর্যকান্ত গাইন, আউরা। ২১. ফটিক বেপারী, আউরা। ২২. নিবারণ মিস্ত্রি, আউরা। ২৩. মাধবচন্দ্র রায়, আউরা। ২৪. শ্যামনাথ সিকদার, আউরা। ২৫. চানমনি হাওলাদার, পশ্চিম ছিটকি। ২৬. হরেন্দ্র ওঝা, আউরা। ২৭. যাদব সাদু, আউরা। ২৮. যজ্ঞেশ্বর মিস্ত্রি, আউরা। ২৯. আবদুল হামিদ হাওলাদার, কচুয়া। ৩০. আবুল হাওলাদার, কচুয়া।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।