কাজী মুহাম্মদ ওয়াজেদ

Barisalpedia থেকে

শেরে বাংলা এ কে ফজলুল হকের পিতা কাজী মুহাম্মদ ওয়াজেদ ১৮৪৩ সালে জন্মগ্রহণ করেন। মৃত্যু ১৯০৯ সালের ৯ ফেব্রুয়ারী।

Father of Shere Bangla.jpg

তাদের পূর্বপুরুষ নবাবী আমলে বিচারকের চাকরি সূত্রে বাউফলের বিলবিলাস গ্রামে বসতি স্থাপন করেন এবং তারা নিষ্কর ভূমি ভোগ করতেন। পরবর্তীতে তাঁর প্রপিতামহ কাজী মুহাম্মদ আমিন বানারীপাড়ার চাখারে বসবাস শুরু করেন। তার পিতামহ কাজী মুহাম্মদ আকরম ও পিতা মুহাম্মদ ওয়াজেদ চন্দ্রদ্বীপ পরগণায় জমিদারী ও তালুকের মালিক ছিলেন।

কাজী মুহাম্মদ আকরম বরিশালে মোক্তারী করতেন এবং শহরে স্থায়ীভাবে বাস করতেন। ১৮৬৯ সালে তৎকালীন বরিশাল জেলার প্রথম মুসলমান গ্রাজুয়েট হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কাজী মুহাম্মদ ওয়াজেদ বিএ ডিগ্রি লাভ করেন। বরিশাল ফিরে এসে তিনি সরকারি উকিল হিসেবে বরিশাল বারে যোগ দেন ও ১৮৮০ সালে গঠিত বরিশাল জেলা বার এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। খান বাহাদুর হেমায়েতউদ্দীন আহম্মদ ১৮৯৩ সালের ২০ মে বরিশাল আঞ্জুমানে হেমায়েত-এ-ইসলাম নামে একটি ধর্মীয় ও সমাজসেবা মূলক সমিতি স্থাপন করেন। মুহাম্মদ ওয়াজেদ ছিলেন সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।

মুহাম্মদ ওয়াজেদ সাতুরিয়ার মৌলভী আহম্মদ আলীর কন্যা সৈয়দুননেসাকে বিয়ে করেন। তার এক পুত্র এ. কে. ফজলুল হক এবং দুই কন্যা বেগম বদরুন্নেসা ও আফজালুন্নেসা। ১৮৭৭ সালে তিনি বরিশাল শহরে আগরপুর রোডে ফ্লোরা হাউজ নির্মাণ করেন এবং শহরেই স্থায়ীভাবে বাস করতেন। ১৯০৯ সালের ৯ ফেব্রুয়ারী তিনি মৃত্যু বরণ করেন।



তথ্যউৎস: Barisal-250 Years’ History in Photograph শীর্ষক পেইজ