কাউনিয়া জমিদার বাড়ি, বরগুনা

Barisalpedia থেকে

বরগুনা জিলার ঐতিহ্যবাহী জমিদারদের মধ্যে বেতাগীর খান পরিবার অন্যতম। কাউনিয়ার এই জমিদারীর প্রতিষ্ঠাতা হিসেবে আবি আবদুল্লাহ খাঁন-এর নাম উল্লেখ করা হয়ে থাকে। আবি আবদুল্লাহ খাঁনের পূর্ব পুরুষ কুতুব খাঁন সুজাবাদ থেকে কাউনিয়ায় আগমন করেন বলে জানা যায়। ধারণা করা হয় যে, কুতুব খাঁন শাহজাদা সুজার কোন ঘনিষ্ঠজন কিংবা তার সৈন্যবাহিনীর সদস্য হিসেবে বৃহত্তর বরিশাল অঞ্চলে আগমন করেছিলেন । পরবর্তী সময়ে তিনি বুজুর্গ উমেদপুর তালুকের মালিকানা লাভ করেন। আনুমানিক প্রায় তিনশত বছর আগে স্থাপিত, বর্তমানের বরগুনা - বেতাগী সড়ক সংলগ্ন খাঁন বাড়ির বিভিন্ন স্থাপনা অর্থাৎ মসজিদ, কাচারি ইত্যাদি বরগুনা অঞ্চলের ঐতিহাসিক নির্দশন হিসেবে বিখ্যাত হয়ে আছে ।

খানবাড়ির কাচারী বেতাগী, বরগুনা


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।