কাউনিয়ার খান পরিবার

Barisalpedia থেকে

১৮ শতকের শেষভাগে কুতুব খান সুজাবাদ হতে বেতাগী থানার কাউনিয়া গ্রামে আগমন করেন। তাদের পূর্ব পুরুষ শাহ সুজার সৈন্য ছিল। কাউনিয়ার খান পরিবার বুজুর্গ উমেদপুর পরগণার তালুকের মালিক ছিলেন।


বংশ তালিকা

কুতুব খানের পুত্র আব্বাস খান, তার পুত্র এমদাদ খান, তার ২ পুত্র আবি আবদুল্লাহ (চান মিয়া) ও আবদুর রহমান, আবি আবদুল্লাহর (চান মিয়া) পুত্র শাহাজাদ আবদুল মালেক খান ও কন্যা ওমাদুন নেছা, ওমাদুন নেছার পুত্র মতিউল ইসলাম সিএসপি, মতিউল ইসলাম সিএসপি’র পুত্র নুরুল ইসলাম সিএসপি।


কীর্তিমানগণ

আবি আবদুল্লাহ এমএলসি, আবদুর রহমান এমএলএ এবং শাহজাদা আবদুল মালেক খান আওয়ামী লীগের এমপি এবং প্রতিমন্ত্রী ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।