"কসবা (গ্রাম)"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("কসবা গ্রামটি গৌরনদী উপজেলার অধীন একটি প্রাচীন জনপদ। সুল..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

২৩:৩২, ৩ আগস্ট ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

কসবা গ্রামটি গৌরনদী উপজেলার অধীন একটি প্রাচীন জনপদ। সুলতান বরবক শাহের সময় মুসলমানরা এ অঞ্চলে আগমন করেন। হজরত খানজাহান আলীর সময় বা সুলতান বরবক শাহের সময় কসবার পত্তন হয়।

সুলতান ফতেহ আলাউদ্দীন হুসেন শাহ ও নুসরাত শাহের সময় কসবা সমৃদ্ধির উচ্চ শিখরে পৌছে। এখানে কয়েকজন ইসলাম ধর্ম প্রচারক আগমন করে। এই প্রচারকদের মধ্যে খানজাহান আলীর শিষ্যও ছিল বলে মনে হয়। খানজাহান আলীর নির্দেশে বা তার সাথে আগত কোন আউলিয়া কসবায় কয়েকটি মসজিদ নির্মাণ করেন। কসবার এই মসজিদ ‘আল্লাহর ঘর’ বলে খ্যাত। এ মসজিদ তার দ্বারা নির্মিত হয়েছে বলে মনে হয়। পার্শ্ববর্তী খানজাহানপুর খানজাহান আলীর স্মৃতি বহন করে।

এ গ্রামের কাজী বংশ একটি ঐতিহাসিক পরিবার। এ গ্রামের আবদুল মাজেদ কাজী একজন বিখ্যাত কৃষক নেতা ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।