কসবা মসজিদ, গৌরনদী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:০০, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর অদূরে, রাস্তার পশ্চিম পার..." দিয়ে পাতা তৈরি)

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর অদূরে, রাস্তার পশ্চিম পার্শ্বের কসবাতে বিখ্যাত এই মসজিদের অবস্থান। সাধারণভাবে এই মসজিদটি আল্লার মসজিদ নামে পরিচিত। ধারণ করা হয় পঞ্চদশ শতাব্দীতে এটি মসজিদ নির্মিত হয়েছে। কেউ কেউ সাবিহ খানকে এর প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করলেও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। দৃষ্টি নন্দন বর্গাকৃতির এই মসজিদের তিনদিকে প্রবেশপথ রয়েছে । এছাড়া বক্রাকার কার্নিশ এবং তিনটি মেহরাব কসবা মসজিদের অন্যতম বৈশিষ্ট্য ।

কসবা মসজদি, গৌরনদী


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।