কলাপাড়া উপজেলা

Barisalpedia থেকে

জে সি জ্যাকের গেজেটিয়ার অনুযায়ী ১৯১৫ সালে পটুয়াখালী মহকুমার যে ৭টি থানার নাম পাওয়া যায় তার একটি কলাপাড়া। আবার বাংলাপিডিয়ায় বলা হয়েছে থানাটি ১৯২৮ সালে গঠিত হয়েছে। ১/২/১৯৮৪ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়।

কলাপাড়া উপজেলার পুরাকীর্তিসমূহ

১. অনন্তপাড়ার বৌদ্ধ মন্দির, কুয়াকাটা। ২. মিশ্রি পাড়া বৌদ্ধ মন্দির, কুয়াকাটা।

কলাপাড়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. শওকত, উত্তর লালুয়া; জগন্নাথ কলেজের ছাত্র, মুক্তিযোদ্ধা। ২. আনসার প্লাটুন কমান্ডার সৈয়দ আনোয়ার হোসেন, নীলগঞ্জ। ৩. আনসার আবদুল খালেক, খেপুপাড়া। ৪. আনসার আলী আহম্মদ, আরামগঞ্জ। ৫. আনসার মজিদ খাঁ, সুধিরপুর। ৬. ইবিআর আবদুল কুদ্দুস; কুমিল্লা সেনানিবাসে শহীদ। ৭. প্রফুল্লমল ভৌমিক, পাখীমারা। ৮. বিপ্লবী সুরেন্দ্রনাথ চৌধুরী; সীমান্তে শহীদ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।