করম আলী হাওলাদার বীরপ্রতীক, সুবেদার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২১:৪৭, ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("সুবেদার করম আলী হাওলাদার বীরপ্রতীকের জন্ম বাকেরগঞ্জ উপজ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

সুবেদার করম আলী হাওলাদার বীরপ্রতীকের জন্ম বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামে। তার পিতার নাম গোলাম আলী হাওলাদার, মায়ের নাম লতিফুন্নেসা। ১৯৭১ সালের মার্চ মাসে তিনি সৈয়দপুর ছিলেন। পাকবাহিনী বর্বর হামলা চালালে তিনি সাথীদের নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। দেওয়ানগঞ্জ ও বাহাদুরাবাদ যুদ্ধে সাহসিকতার পরিচয় দেন। ১৯৭৩ সালে সরকার তাকে বীরপ্রতীক পদকে ভূষিত করে। সনদ নম্বর ৫৬। স্ত্রীর নাম খোদেজা। তার দুই ছেলে দুই মেয়ে। ১৯৮৮ সালে তিনি মৃত্যুবরণ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।