কবির কাসেম

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০২:১৭, ১৬ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মেহেন্দিগঞ্জের শ্রীপুর নিবাসী কবির কাসেম একজন ত্যাগী কৃষক নেতা ও মুক্তিযোদ্ধা। তাঁর জন্ম ১৯৫৩ সালে। মৃত্যুর তারিখ ২২ জানুয়ারি ১৯৯২।

কবির কাসেম মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান, অল্পবয়স থেকেই রাজনৈতিক কাজে যুক্ত। তৎকালীন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। পূর্ব বাংলা স্বাধীন হয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি আওয়ামী-বাকশালি শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত থাকেন, পরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী - লেনিনবাদী)- তে যোগ দেন। ১৯৭৯ খ্রিস্টাব্দে বাংলাদেশ-কৃষক ফেডারেশনের সঙ্গে যুক্ত হন, কৃষক ফেডারেশনের সাংগঠনিক কাজ করেন। ১৯৮৪ খ্রিস্টাব্দে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ১৯৮৮ খ্রিস্টাব্দে কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের একজন অগ্রণী কর্মী ছিলেন। পথ দুর্ঘটনায় আহত হয়ে মাত্র ৩৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান