কন্দর্প নারায়ণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০০:৪১, ১২ জুন ২০১৭ পর্যন্ত সংস্করণে ("রাজা কন্দর্প নারায়ণ বার ভূঁইয়ার শাসন ১৫৭৬ খ্রিষ্টাব্দ..." দিয়ে পাতা তৈরি)

রাজা কন্দর্প নারায়ণ বার ভূঁইয়ার শাসন ১৫৭৬ খ্রিষ্টাব্দের ১২ জুলাই স¤্রাট আকবর দাউদ কররানীকে পরজিত করে নামেমাত্র বাংলাদেশ দখল করেন। কিন্তু তিনি বাংলাদেশে মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। ১৫৭৫ হতে ১৬১২ খ্রিঃ পর্যন্ত বার ভূঁইয়ারা বাংলাদেশ শাসন করেন। বাকলা-চন্দ্রদ্বীপের রাজা বারভূঁইয়াদের অন্যতম ছিলেন। ভূঁইয়া অর্থ ভৌমিক। ভৌমিক শব্দের অর্থ জমির মালিক। বেশি ভূঁমির মালিকদের বলা হয়। বাংলাদেশে ভূঁইয়াদের সংখ্যা ১২ জনের অধিক ছিল। তাদেও মধ্যে সোনারগাঁওয়ের ঈশা খাঁ, যশোরের রাজা প্রতাপাদিত্য, শ্রীপুরের চাঁদ রায়-কেদার রায়, বাকলা-চন্দ্রদ্বীপের কন্দর্প নারায়ণ ও রামচন্দ্র, ভূলুয়ার লক্ষ্মণমানিক্য, ভাওয়ালের ফজল গাজী, বিষ্ণুপুরের হাম্বির মল্ল, বুকাইনগরের ওসমান খাঁ লোহানী, চাটমোহরের মাসুম খান কাবুলী, ভূষণার মুকুন্দ রায় ও শত্রুজিৎ, শাহজাদপুরের রাজা রাম, বানিয়াচঙ্গের আনোয়ার গাজী প্রধান ছিলেন। বারভূঁইয়াদের নেতা ছিলেন সোনারগাঁওয়ের ঈশা খাঁ ও তার পুত্র মুসা খাঁ।

১৫৭৬ খ্রিঃ দাউদ কররানীর মৃত্যুর পর খানজাহান বাংলার সুবেদার নিযুক্ত হন। মোগল সুবেদার ভূঁইয়াদের দমনে ব্যর্থ হন। ১৫৮১ খ্রিঃ স¤্রাট আকবর টোডরমল ও শাহবাজ খাঁকে বহু সৈন্যসহ বাংলাদেশে প্রেরণ করেন। ১৫৮৩ হতে ১৫৮৫ খ্রিঃ পর্যন্ত শাহবাজ খাঁ বাংলার সুবেদার ছিলেন। তিনিও বারভূঁইয়াদের দমনে ব্যর্থ হন। খুব সম্ভব তিনি সেনাপতি হিসেবে বাকলায় আগমন করেন এবং বাকলার একাংশের ওপর আধিপত্র বিস্তার করে শাহাবাজপুর নামকরণ করেন। বর্তমান ভোলা হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদী শাহবাজপুরের অন্তর্ভুক্ত ছিল। ১৫৭৬ হতে ১৫৮৬ খ্রিঃ পর্যন্ত জগদানন্দ বসু বাকলা-চন্দ্রদ্বীপের রাজা ছিলেন। তিনি অন্য ভূঁইয়াদের মতো মোগলদের অধীনতা অস্বীকার করে স্বাধীনভাবে রাজত্ব করতেন। শাহবাজ খাঁ বাকলার ওপর তার শাসন বেশিদিন টিকিয়ে রাখতে পারেননি। তিনি ঈশা খাঁর সাথে যুদ্ধে পরাজিত হয়ে ভাটি অঞ্চল ত্যাগ করেন।


১৫৮৪ খ্রিস্টাবের ঝড়

রাজা জগদানন্দের ১৫৮৪ খ্রিস্টাব্দে বাকলা-চন্দ্রদ্বীপে এক প্রলঙ্করী ঘূণিঝড় ও জলোচ্ছ্বাস বয়ে যায়। স¤্রাট আকবরের সভাসদ আবুল ফজল তার বিখ্যাত আইন-ই-আকবরী গ্রন্থে ঝড়ের বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেল:১ “ওহ ঃযব অরহ-ও-অশনধৎর’( এষধফরিহং’ং ঃৎধহংষধঃরড়হ) ঃযবৎব রং ঃযব ভড়ষষড়রিহম হড়ঃরপব ড়হ ইধশষধ. “ঝধৎশধৎ ইধশষধ ঁঢ়ড়হ ঃযব নধহশং ড়ভ ঃযব ফবধ; ঃযব ভড়ৎঃ রং ংরঃঁধঃধবফ ধসড়হম ঃৎববং. ঙহ ঃযব ভরৎংঃ ফধু ড়ভ ঃযব সড়ড়হ ঃযব ধিঃবৎ নমরহং ঃড় ৎরংব, ধহফ পড়হঃরহঁৎবং রহপৎবধংরহম ঃরষষ ঃযব ১৪ঃয ভৎড়স যিরপয ঃরসব ঃড় ঃযব বহফ ড়ভ ঃযব সড়হঃয রঃ ফবপৎবধংবং মৎধফঁধষষু বাবৎু ফধু. ওঘ ঃযব ঃবিহঃু হরহঃযঃ ুবধৎ ড়ভ ঃযব ঢ়ৎবংবহঃ ৎবরমহ, ড়হব ধভঃবৎহড়ড়হ ধঃ ঃযৎবব ড়’পষড়পশ, ঃযবৎব ধিং ধ ঃবৎৎরনষব রহঁফধঃরড়হ রিপয ফবষঁমবফ ঃযব যিড়ষব ংধৎশবৎ. ঞযব জধলধযং ধিং ধঃ ধহ বহঃবৎঃধরহসবহঃ, ভড়ৎস রিপয যব বসনধৎশবফ রহ ধ নড়ধঃ; যরং ংড়হ, ঢ়ধৎসধহধহফধ জড়ু রিঃয সধহু ঢ়বড়ঢ়ষব পষরসনবফ ঃড় ঃযব ঃড়ঢ় ড়ভ ধ ঐরহফড়ড় ঃবসঢ়ষব, ধহফ ঃযব সবৎপযধহঃধং নবঃড়ড়শ ঃযবসংবষাবং ঃড় ঃযব যরমযষধহফং. ওঃ নষবি ধ যঁৎৎরপধহব, রিঃয ঃযহফবৎ ধহফ ষরমযঃহরহম , ভড়ৎ ভরাব যড়ঁৎং, ফঁৎরহম বিৎব ংধিষষড়বিফ ঁঢ়, হড়ঃযরহম ৎবসধরহরহম নঁঃ ঃযব ঐরহফড়ড় ঃবসঢ়ষব ড়হ ঃযব যবরমযঃ. ইবধৎ ২০০০০০ ষরারহম পৎবধঃঁৎবং ঢ়বৎরংযবফ রহ ঃযরং পধষধসরঃু.”

“সরকার বাকলা সাগর তীরে অবস্থিত। দুর্গটি বৃক্ষরাজি দ¦ারা আবৃত। চাঁদের প্রথম দিনে পানি বৃদ্ধি পায়। তারপর মাসের শেষ দিন পর্যন্ত ধীরে ধীরে পানি হ্রাস পেতে থাকে। বর্তমান রাজত্বে ২৯ বছরে একদিন বিকেলে বেলা তিন ঘটিকার সময় এক ভীষণ জলোচ্ছাস দেখা দেয় এবং সরকার প্লাবিত হয়। রাজা এক উৎসবে নিয়োজিত ছিলেন এবং সেখান থেকে তিনি নৌকায় আরোহণ করেন। তার পুত্র পরমানন্দ অনেক লোক নিয়ে হিন্দু মন্দিরের চূড়ায় উঠলেন। ব্যবসায়ীরা উঁচু স্থানে আশ্রয় নিলেন। পাঁচ ঘন্টাব্যাপী বজ্রাঘাত ও বিদ্যুৎসহ ঘূর্ণিঝড় প্রবাহিত হয়। এ সময়ে সমুদ্র থেকে মারাত্মক রূপ ধারণ করে। ঘরবাড়ি ও নৌকাগুলি ধ্বংস হয়ে যায়। উচু স্থানে অবস্থিত মন্দিরটি ব্যতীত আর কিছু অবশিষ্ট রইল না। এ ঝড়ে প্রায় ২ লক্ষ লোক নিহত হয়।” মিঃ ব্লকম্যান একটু ভিন্নভাবে অনুবাদ করে বলেছেন ব্যবসায়ীরা তালায়ে আশ্রয় নিয়েছিল। তালার চারটি স্তম্ভের উপর তৈরি কাঠের ঘর। ইহাকে নওবাদখানা বলা যেতে পারে। স¤্রাট আবরের রাজত্বের ২৯ বছরে (১৫৮৪খ্রিঃ) ঘূর্ণিঝড়ে রাজা জগদানন্দ বসু নৌকা ডুবে মারা যান। প্রবাদ আছে জ্যোতিষীরা গণনা করে রাজাকে বলেছিলেন যে, তিনি জলমগ্ন হয়ে মারা যাবেন। ঝড়ের দিন তিনি যখন দেখলেন চতুর্ভুজা শ্বেতবরণ মকরবাহিত গঙ্গাদেবী আবির্ভূত হয়ে রাজাকে হাত বাড়িয়ে আহবান করছে। রাজা মাতৃকোলে ঝাঁপিয়ে পড়ে অন্তর্হিত হলেন। এ কাহিনী ঘটকদের কুলগ্রন্থে লিখিত আছে। রাজকুমার কন্দর্প নারায়ণ রাজপরিবারের লোকজন নিয়ে রাজবাড়ির মন্দিরের দোতলায় উঠে প্রাণ রক্ষা করেন। রাজারা প্রধান শরীর রক্ষক রামমোহন মাল তার মাকে টিকির সাাথে বেঁধে মন্দিরে উঠেছিলেন। কারণ তার মা মন্দিরে উঠতে চাননি। আবুল ফজল তার বিবরণে পরমানন্দকে রাজা জগদানন্দ বসুর পুত্র বলে উল্লেখ করেছেন। কিন্তু তিনি ভুল করে কন্দর্প নারায়নের স্থলে পরমানন্দের নাম লিখেছেন। জগদানন্দের পুত্র কন্দর্প নারায়ণ। ব্লকম্যান বলেছেন এ ঝড় ১৫৮৫ খ্রিঃ হয়েছিল। তার তারিখ সঠিক বলে মনে হয় না। ১৫৮৫ খ্রিঃ এ ঝড় হয়েছে। ঝড়ের সময় বাকলা-চন্দ্রদ্বীপের লোকসংখ্যা চার লাখের বেশি ছিল না। তার মধ্যে দুই লাখ লোক নিহত হয়। আজ এ জেলায় স্থানে স্থানে মাটির নিচে মানুষের কঙ্কাল পাওয়া যায়। এ কঙ্কালগুলো ঝড়ে নিহত মানুষের বলে মনে হয়।

১৫৮২ খ্রিঃ স¤্রাট আকবরের মন্ত্রী টোডরমহল সুবে বাংলাকে ১৯টি সরকারে নিযুক্ত করেন। বালকা-চন্দ্রদ্বীপ সরকারগুলোর মধ্যে অন্যতম ছিল। ইসমাইলপুর বা বাকলা , ইদিলপুর, শ্রীরামপুর ও শাহজাদপুর পরগণা বা মহল নিয়ে সরকার বাকলা গঠিত হয়। বাকলা ও চন্দ্রদ্বীপ অভিন্ন ছিল। সরকার বাকলার রাজস্ব ছিল। ১৭৮২৬৬ টাকা। চন্দ্রদ্বীপ রাজ্যের শাহবাজপুর পরগণা সরকার ফতেহবাগ ও সেলিমাবাদ পরগণা সরকার খলিফাতাবাদের অধীন ছিল। রাজা জগদানন্দের সময় (১৫৮২ খ্রিঃ) টোডরমলের ভূমি বন্দোবস্ত বাকলায় শুরু হয় এবং ১৫৮৯ খ্রিঃ শেষ হয়।



কন্দর্প নারায়ণ

১৫৮৪ খ্রিস্টাব্দে জগদানন্দের মৃত্যুর পর তার পুত্র কন্দর্প নারায়ণ সিংহাসনে আরোহণ করেন। তিনি চন্দ্রদ্বীপ রাজাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি বীরযোদ্ধা ও শক্তিশালী শাসক ছিলেন। ১৫৮৪ খ্রিস্টাব্দের জলোচ্ছাস্বের পর তিনি দৃঢ়তার সাথে প্রজাদের পুনর্বাসনে আত্মনিয়োগ করেন। চারদিকে হাজার হাজার মৃতদেহ। জীবিত প্রজারা আশ্রয়হীন। খাদ্যের অভাব, বস্ত্রের অভাব। তিনি এক ধ্বংসস্তুপের উপর শাসন প্রতিষ্ঠা করেন। তিনি অতি অল্প সময়ের মধ্যে বন্যাপীড়িত প্রজাদের পুনর্বাসন করেন। কন্দর্প নারায়ণ মোগলদের অধীনতা ছিন্ন করে স্বাধীনভাবে রাজ্য শাসন করতেন। এ সময় মগ-পর্তুগীজরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে বাকলা রাজ্যে লুন্ঠন শুরু করে। তিনি তাদের আক্রমণ প্রতিহত করার জন্য রামনাবাদ নদীর তীরে দু’টি মাটির দুর্গ নির্মাণ করেন এবং সৈন্য মোতায়েন করেন। দুর্গ দু’টি আগুনমুখা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। ২

রাজা কন্দর্প নারায়ন বাংলার বারভুঁইয়াদের মধ্যে অন্যতম শক্তিশালী রাজা ছিলেন। প্রকৃতপক্ষে ঈশা খাঁর পরেই তার স্থান ছিল। ১৫৮৫ খ্রিঃ জেসুইট মিশনারি র‌্যালফ ফিচ তার সুনাম শুনে রাজধানী বাকলানগরে আগমন করেন।

  মি. ফিচ প্রথমে দিল্লিতে আসেন। দিল্লী থেকে তিনি জলপথে সাতগাঁও ও সোনারগাঁও হয়ে চট্টগ্রাম গমন করেন। চট্টগ্রাম থেকে তিনি জাহাজযোগে রাজধানী বাকলায় আগমন করেন। তিনি বাকলা সম্পর্কে তার ভ্রমন বৃত্তান্তে লিখেছেন, “ঋৎড়স পযধঃরমধস, রহ ইবহমধষধ, ও পধসব ঃড় ইধপধষধ ,ঃযব শরহম যিবৎব ড়ভ রং ধ মবহঃরষব (র.প ঐরহফঁ) ধ সধহ াবৎু বিষষ ফরংঢ়ড়ংবফ ধহফ ফবষরমযঃবঃয সঁপয ঃড় ংযড়ড়ঃ রহ ধ মঁহ. ঐরং পড়ঁহঃৎু রং াবৎু মৎবধঃ ধহফ ভৎঁরঃভঁষষ ধহফ যধঃয ংঃড়ৎব ড়ভ ৎরপব, সঁপয পড়ঃঃড়হ পষড়ঃয, ধহফ পষড়ঃয ড়ভ ংরষশ. ঞযব যড়ঁংবং নব াবৎু ভধরৎ ধহফ যরময নঁরষফবফ যব ংঃৎববঃং ষধৎমব, ঃযব ঢ়বড়ঢ়ষব হধশবফ বীপবঢ়ঃ ধ ষরঃঃষব পষড়ঃয ধনড়ঁঃ ঃযবরৎ ধিরংঃ. ঞযব ড়িসধহ ধিং মৎবধঃ ংঃড়ৎব ড়ভ ংরষাবৎ যড়ড়ঢ়ং ধনড়ঁঃ ঃযবরৎ হবপশংধ ধহফ ধৎসং ধহফ ঃযবরৎ ষবমং ধৎব ৎবরহমবফ ধনড়ঁঃ যিরঃয ংরষাবৎ ধহফ পড়ঢ়ঢ়বৎ ধহফ ঃরহমং সধফব ড়ভ বষবঢ়যধহঃং ঃববঃয.”৩

বাংলার চট্টগ্রাম থেকে আমি বাকলায় পৌছি। বাকলার রাজা ছিলেন একজন হিন্দু। তার ব্যবহার ছিল খুবই সুন্দর এবং তিনি বন্দুক দিয়ে শিকার করতে খুব আনন্দ পান। তার রাজ্যে বৃহৎ ও সম্পদশালী গোলাভরা ধান, প্রচুর সুতা ও রেশমের কাপড় আছে। ঘরবাড়িগুলি খুব সুন্দর এবং উঁচু করে তৈরি। রাস্তাগুলো চওড়া। পুরুষেরা কোমরে একটু কাপড় জড়ানো ছাড়া প্রায় উলঙ্গ। মেয়েরা গলায় ও বাহুতে ভারী রৌপ্য অলংকার ব্যবহার করে। তারা পায়ে রূপার ও তামার তৈরি মল পরে এবং হাতির দাঁতের তৈরি আংটি ব্যবহার করে। মি. ফিচ বর্ণিত বাকলা সম্পূর্ণভাবে তেতুলিয়া নদীতে বিলীন হয়ে গেছে। কচুয়ার কিনটেই বাকলা শহর ছিল। মি. ফিচ বিবরণে আমরা এক বছর পূর্বে বাকলার উপর দিয়ে প্রবাহিত ঝড়ের কোন ইঙ্গিত পাইনি। তাতে মনে হয় রাজা কন্দর্প অতি দ্রুত রাজধানীসহ রাজ্যের পুর্নগঠন করেছিলেন। বাকলা সম্পর্কে মিঃ বেভারিজ বলেন, ৪ ওঃ রং পবৎঃধরহ ঃযধঃ ঃযব মবহবৎধষ হধসব ড়ভৎ সঁপয ড়ভ ঃযব ঢ়ৎবংবহঃ ফরংঃৎরপঃ ধিং ইধশষধ ধহফ ঃযব ঃবৎৎরঃড়ৎু ধিং ৎঁষবফ ড়াবৎ নু ধ ঐরহফঁ ভধসরষু. ঞযরং ভধসরষু ধিং ড়হব ড়ভ ঃযব ঞবিষাব ইযুঁধং ড়ৎ ৎঁষবৎং ড়ভ ইহমধষ, যিড় বিৎব ধষংড় ঢ়ড়বঃরপধষষু শহড়হি ধং ঃযব ঃবিষাব ংঁহং ড়ভ ইবহমধষ, ওঃং সবসনবৎং ধৎব মবহবৎধষষু শহড়হি নু ঃযব হধসব ড়ভ জধলধযং ড়ভ পযধহফৎধফরিঢ়ং ধহফ ঃযবরৎ যরংঃড়ৎু যধং মরাবহ নু সব ঁহফবৎ ঃযধঃ ঢ়ধৎমধহধ. ইধশষধ রং সবহঃরড়হবফ নু ঃযব ঃৎধাবষবৎ জধষঢ়যধ ঋরঃপয, যিড় ারংরঃবফ রঃ রহ ১৫৮৬ৃ.. ঞযরং ইধপড়ষধ যধং বহঃরৎবষু ফরংধঢ়ঢ়বধৎবফ ধহফ রঃ রং ড়হষু ধ পড়হলঁবপঃঁৎব যিরপয রহফবহঃরভরবং রঃ রিঃয কধপযঁধ ,ঃযব ধহপরবহঃ ংবধঃ ড়ভ ঃযব ঈযধহফৎধফরিঢ় জধলধযধ, ঋরঃপয ফড়বং হড়ঃ রং ঃযবৎব ধহু ষড়পধষ ঃৎধফরঃরড়হধষ ড়ভ ঃযবৎব বাবৎ যধারহম নববহ ধ ঃড়হি পধষষবফ ইধপড়ষধ ড়ৎ ইধশষধ,. ওভ ধ ঃড়হি ংড় ষধৎমবৎ ধহফ ভষড়ঁৎরংযরহম ধং ঃযধঃ ংবংপৎরনবফ নু ঋরঃপযঃ বাবৎ বীরংঃবফ রহ ইধশধৎমধহধম. ওঃ সঁংঃ যধাব নববহ ধিংযবফ ধধিু নু ঃযব গবযমহধ াবৎু সধহু ুবধৎং ধমড়. ইধশধষ ধিং ভধসড়ঁং ধসড়হমংঃ ঃযব ঐরহফঁং ধং ঃযব ংবধঃ ড়ভ ধ ংপযড়ড়ষ ড়ভ ঢ়ঁহফরঃং, যিড় রঃ রং ংধরফ ৎধহশবফ যরমযবৎ ঃযধহ ঃযড়ংব ড়ভ ঘঁফফবধ. গৎ. ঞধুষড়ৎ রহ যরং যরংঃড়ৎু ড়ভ উধপপধ ংঢ়বংশং ড়ভ ধহ ধংঃৎড়ষড়মরপধষ ধষসধহধপ রিযপ ঁংবফ ঃড় নব ফৎধহি ঁঢ় নু ঃযব ইধশষধ ঢ়ঁহফরঃং, ঞযবৎব ধৎব ংঃরষষ ংবাবৎধষ ঢ়ঁহফরঃং ধঃ ঘধষপযরৎধ রহ এড়ঁৎধহধফরৃ. ঞযরং রহঁহফধঃরড়হ ধঢ়ঢ়বধৎং ঃড় যধাব ঃধশবহ ঢ়ষধাব রহ ১৫৮৩ ড়ৎ ১৫৮৪ ধহফ রঃ রং ধ াবৎুয বীঃৎধড়ৎফরহধৎু পরৎপঁসংঃধহপব, ঃযধঃ ঋরঃপয, যিড় ারংরঃবফ ঃযব ঢ়ষধপব ঃড়ি ড়ভ ঃযৎবব ুবধৎং ধভঃবৎধিফং ংধুং হড়ঃযরহম ধনড়ঁঃ রঃ. ডব ংযড়ঁষফ যধাব বীঢ়বপঃবফ ঃযধঃ ংঁপয ধ পধঃধংঃৎড়ঢ়যব ড়িঁষফ যধাব ষবভঃ, ভড়ৎ সধহু ুবধৎং, পড়হংঢ়রপঁড়ঁং সধৎশং ড়ভ রঃং ড়পপঁৎৎবহপব, ধহফ ঃযধঃ ঃযব পড়ঁহঃৎু ড়িঁষফ হড়ঃ ধভঃবৎ ংড় ংযড়ৎঃ ধহফ রহঃবৎাধষ যধাব ড়িৎহ ধহ ধংঢ়বপঃ ড়ভ ৎরপযহবংং ধহফ ঢ়ৎড়ংঢ়বৎরঃু. ঞযব হবীঃ ৎবভবৎবহপব ঃড় ইশষধ ড়পপঁৎং রহ ঃযব ষবঃঃবৎং ড়ভ ঘরপযড়ষধং চরসবহঃধ, যিড় ধিং ঔবংঁরঃ ঢ়ৎরবংঃ ংঃধঃরড়হফবফ ধঃ এড়ধ, ধঃ ঃযব পষড়ংব ড়ভ ঃযব হরহবঃববহঃয পবহঃঁৎু. ঞযবংব ঃবষষবৎং ধৎব ৎবভবৎৎবফ ঃড় রহ “চঁৎপযধং’ং ঢ়রষমৎরসধমব” (খড়হফড়হ, ১৬২৫), নড়ড়শ া. ঢ়. ৫১৩ ধহফ ঃযব হধসব ইধপড়ষধ ড়পপঁৎং ঃযবৎবৃ.. মিঃ ফিচ সুন্দর বাকলা শহরের বর্ণনা দিয়েছেন। আশ্চর্যের বিষয় তিনি প্রলঙ্করী ঘূর্ণিঝড়ের কথা উল্লেখ করেননি। বন্যা ও মগ-পর্তুগীজদের আক্রমণের কারণে রাজা কন্দর্প নারায়ণ বাকলা থেকে রাজধানী স্থানান্তর করেন। তারপর বাকলা পরিত্যক্ত হয়ে পড়ে। ১৮৭৪ খ্রিঃ এইচ বেভারিজ বাকলা পরিদর্শন করেন। তিনি একটি উঁচু মন্দির ও কয়েকটি ভগ্ন ভবন দেখেছেন। খুব সম্ভব মি. ফিচ বর্ণিত বাকলা শহর তেঁতুলিয়া নদীতে বিলীন হয়েছে। যশোরের রাজা প্রতাপাদিত্য কন্দর্প নারায়ণের আত্মীয় ও বন্ধু ছিলেন। প্রকাশ থাকে যে, বাকলার গুহ পরিবারের রামচন্দ্র নিয়োগীর প্রৌপুত্র হলেন প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যের পিতৃব্য বসন্ত রায় কন্দর্প নারায়ণের ভগ্নি কমলাকে বিয়ে করেছিলেন। কন্দর্প নারায়ণ বাকলা রাজ্য হতে মগ জলদস্যুদের বিতাড়িত করার জন্য প্রতাপাদিত্যের সাথে মৈত্রি চুক্তি করেন। চুক্তি অনুসারে প্রতাপাদিত্য বাকলা রাজাকে সৈন্য ও অস্ত্র দিয়ে সাহায্য করেন। কথিত আছে ১৫৯০খ্রিঃ প্রতাপাদিত্য চন্দ্রদ্বীপের রাজধানী বাকলায় আগমন করেন। তার আগমনের উদ্দেশ্যে ছিল তার কন্যা বিমলা বা বিভার সাথে কন্দর্প নারায়ণের পুত্র রামচন্দ্রের বিবাহ সর্ম্পকে স্থাপন করা ও মগ পর্তুগীজগের দমন করা। রামচন্দ্র ও বিমলা উভয়ের বয়স তখন ৪/৫ বছর হবে। যশোর ও চন্দ্রদ্বীপ রাজা তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনে সম্মত হলেন। প্রতাপাদিত্যের সাথে ভবানন্দ মজুমদারের পুত্র হরানন্দ মজুমদার বাকলা এসেছিলেন। হরানন্দ পুটুয়াখালীর মুরদিয়া গ্রামে বসতি স্থাপন করেন। মুরাদিয়ার মুজমদারগণ তার বংশধর। বৈবাহিক সর্ম্পর্কের যৌতুকস্বরূপ রাজা কন্দর্প নারায়ণ বাগেরহাটের রামপালা থানায় চাকশ্রী মহল প্রতাপাদিত্যকে ছেড়ে দেন। চন্দ্রদ্বীপ রাজা এ সময় খুলনার রূপসা নদী পর্যন্ত বিস্তৃত ছিল। একদিকে মগ জলদস্যুদের উপদ্রব অন্য দিকে জলোচ্ছ্বাসের জন্য কন্দর্প নারায়ণ রাজধানী বাকলা থেকে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ কনে। খুব সম্ভব রাজধানী বাকলা তেঁতুলিয়া নদীর ভাঙ্গনের সম্মুখীন হয়েছিল। তাই তিনি ১৫৯২ খ্রিঃ বাউফল থানার বগার নিকট রাজনগরে রাজধানী স্থানান্তরিত করেন। এখানে তিনি কযেকটি দীঘি খনন ও দূর্গ নির্মাণ করেন। রাজধানী ছিল বলে গ্রামের নাম রাজনগর হয়েছে। কারখানা গ্রামে তিনি এক বিরাট দীঘি খনন করেন। এ দীঘির নামে মদনপুর ও পুত্র রামচন্দ্রের নামে শ্রীরামপুরে গ্রাম আছে। রীরপাশা গ্রামে তার অমাত্য ও কর্মচারীরা বসতি স্থাপন করেন। তিনি ঝিলানার নিকটে বন্দর স্থাপন করেন। রাজধানীর পাশেই ৬৪ দাঁড়ের পানসি নৌকার ঘাট ছিল। এ স্থান পানসিঘাটা নামে পরিচিত। রাজনগরে দক্ষিন-পশ্চিমে কুড়ি ঘর পাইক বাস করত। তাই গ্রামের নাম কুড়িপাইকা। তিনি প্রতাপাদিত্যের নামে প্রতাপপুর গ্রাম প্রতিষ্ঠা করেন। এক বছর পরেই তিনি রাজধানী রাজনগর থেকে বাকেরগঞ্জ থানার বিশারীকাঠী গ্রামে স্থানান্তিরত করেন। কুলীন কায়স্থ ব্রাক্ষ্মণ রাজার নির্দেশে ভাতশালা, কাকরদা, কোষাবর ও বিশারীকাঠী গ্রামে বসতি স্থাপন করে। তিনি বিশারীকাঠীতে রাজবাড়ি ও দুর্গ নির্মান করেন। বিশারীকাঠীর নিকটে রাজা ৬৪ দ্বারের নৌকা ঘাট ছিল। কোষাবর গ্রামের নাম তার কোষানৌকা থেকে হয়েছে। তিনি অনেক দীঘি খনন ও মন্দির নির্মান করেন। বিশারীকাঠীতে নির্মিত রাজধানীর ধ্বংসাবশেষ আছে। কাকরদা গ্রামে কবিরাজের বৃহৎ দীঘি তার স্মৃতি বহন করে। তার নির্মিত মন্দির মঠবাড়ী নামে পরিচিত।

সম্রাট আকবর বারভূঁইয়াদেও দমন করতে ব্যর্থ হওয়ায় ১৫৯৪ খ্রিঃ তার সেনাপতি রাজা মানসিংহকে বাংলার সুবেদার ও প্রধান সেনাপতি করে প্রেরণ করেন। মানসিংহের আহবানে কন্দর্প নারয়ণ মোগল স¤্রাটের বশ্যতা স্বীকার করেন। রাজ্য শাসনের সুবিধার জন্য তিনি রাজধানী পুনরায় বিশারীকাঠী হতে বাবুগঞ্জ থানার ক্ষুদ্রকাঠী গ্রামে স্থানান্তরিত করেন। এ সময় খানপুরা, ক্ষুদ্রকাঠী, রহমতপুর, হোসেনপুর, ডহরপাড়া, গাজীরপার, গুঠিয়া প্রভৃতি গ্রাম মুসলামান অধ্যুষিত ছিল। ক্ষুদ্রকাঠী সংলগ্ন খানপুরা গ্রামে খাঁ পদবির পাঠানদের বাস ছিল। রহমত খাঁ ও তার ভ্রাতাকে হত্যা করেন। রহমত খাঁর নামানুসারে রাহমপুর এবং খাঁ পদবীর পাঠানদের অন্যত্র সরিয়ে দিয়ে রাজধানী প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্রকাঠীর ওয়াহেদ শিকদারের বাড়ির নিকটে রাজবাড়ি ছিল। এই বাড়িতে পূর্বে প্রাচীন ইট পাওয়া যেত। এখানে রাজবাড়ি দীঘির এক অংশে পুকুর আছে এবং বাকি অংশে দালান ছিল। কন্দর্প নারায়ণ এই তোষাখানায় বিভিন্ন উপঢৌকন সংরক্ষণ করতেন। শিকদার বাড়িতে একটি প্রাচীন বৃহৎ চাবি পাওয়া যায়। এ বাড়িতে মসজিদ নির্মাণ করার সময় একটি করব আবিষ্কৃত হয়। এ বাড়িতে একটি প্রাচীন গোলা আছে। কন্দর্প নারায়ণ দোয়ারিকা গ্রামে একটি দীঘি খনন করেন। দীঘিতে পাকা ঘাটলা ছিল। দীঘির পাশেই একটি উচু মাটির ঢিবি আছে। মনে হয় রাজার দ্বাররক্ষক এখানে বাস করত এবং তার নামানুসারে দোয়ারিকা নাম হয়েছে।

মোগলদের সাথে যুদ্ধে পরাজয় বরণ করে বিহার, উড়িষ্যা ও বাংলার কয়েক স্থান থেকে পাঠানদের দলে দলে রাজ্যে প্রবেশ করে। তারা স্থানীয় অধিবাসেিদর নিকট থেকে রাজস্ব আদায় শুরু করে । এমনকি তারা রাজা কন্দর্প নারায়ণের নিকট নিয়মিত কর দাবি করে এবং তাকে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুরোধ জানায়। জনৈক সওদাগরা পাঠানদের নেতা ছিলেন। পাঠানরা ক্ষুদ্রকাঠী , লাখুটিয়া, রহমতপুর, কসবা প্রভৃতি গ্রাম থেকে বিতাড়িত হয়ে হোসেনপুর, ডহরপাড়া ও গাজীরপারে ঘাঁটি স্থাপন করেন। কন্দর্প নারায়ণ রাজা মানসিংহের সাথে ইতোমধ্যে সন্ধি করে মোগলদের বশ্যতা স্বীকার করেন। কন্দর্প নারায়ণ চুক্তি অনুসারে হোসেনপুরের পাঠানদের আক্রমন করেন। হোসেনপুরের যুদ্ধে পরাজয় বরণ করে পাঠানরা ডহরপাড়া ও গাজীরপার থেথে পশ্চাদপসরণ করেন। যুদ্ধে উভয়পক্ষের অনেক সৈন্য নিহত হয়। অনেকে বাকলা ত্যাগ করে অন্যত্র চলে যায়। কন্দর্প নারায়ণ গাজীরপারে যুদ্ধে গুরুতরভাবে আহত অবস্থায় ক্ষুদ্রকাঠী ফিরে আসেন। তিনি বন্দীদের মানসিংহের নিকট পাঠিয়ে দেন। রাজবৈদ্য অনেক চেষ্টা করে কন্দর্প নারায়ণের চিকিৎসায় ব্যর্থ হন। তিনি ক্ষুদ্রকাঠী রাজবাড়িতে ১৫৯৮ খ্রিঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্ষুদ্রকাঠী গ্রামের উত্তর-পূর্ব দিক দিয়ে প্রবাহিত আমতলী নদীর তীরে তাকে সমাধিস্থ করা হয়। তার স্মরণে নদীর তীওে এক বিরাট মন্দিও নির্মিত হয়। মন্দিরের জন্য গ্রামের নাম হয় মঠবাড়ী। মঠের ধ্বংসাবশেষ কয়েক বছর পূর্বে আমতলী নদীতে বিলীন হয়ে যায়। রাজা কন্দর্প নারায়ণ বাকলার পূর্ণানন্দ ঘোষের কন্যা এবং পাচু গুহের কন্যাকে বিয়ে করেন। তার প্রথম পুত্র রামচন্দ্র রায় ও তৃতীয় পুত্র রাম জীবন রায় দ্বিতীয় স্ত্রীর গর্ভে এবং দ্বিতীয় পুত্র রাঘবেন্দ্র রায় প্রথম স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন। কন্দর্প নারায়ণের মৃত্যুও সময় পুত্রগণ শিশু ছিল। রাঘবেন্দ্র বসু টাকীর চৌধুরী পরিবাওে বিবাহ কওে সেখানে চলে যান। টাকীর বসুরা তার বংশধর। কন্দর্প নারায়ণের কনিষ্ঠ পুত্র রামেশ্বও বসু ফরিদপুওে জালালাবাগ পরগণায় চলে যান। তার বংশের অনেকে ভারতে বসবাস করছেন। কন্দর্প নারায়ণের রাজ্য খুলনা জেলার বাগরেহাট হতে ফরিদপুরের গোপালগঞ্জ, কোটালীপাড়া ও পূর্বে হাতিয়া-সন্দ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল। ভুলুয়ার লাজা লক্ষ্মণ মানিক্য ও শ্রীপুরের চাঁদ রায়-কোদরা রায়ের সাথে তার সীমান্ত নিয়ে শত্রুতা ছিল। তার সাথে পার্শ্ববর্তী ভূঁইয়াগণ শক্তি পরীক্ষায় পারতেন না। তার নির্মিত অনেক কামান ছিল। একটি কামানের দৈর্ঘ্য পৌনে আট ফুট এবং পরিধি সাড়ে উনত্রিশ ফুট ছিল। কামানের উপরে বাংলা অক্ষওে কন্দর্প নারায়ণের নাম ও কামান নির্মাতা রূপিয়া খাঁ সাং শ্রীপুর অঙ্কিত ছিল। কামানের উপরে ৩১৮ অঙ্ক লেখা ছিল। ৩১৮ দিয়ে রাজবংশের ১৪০০ খ্রিঃ হতে কন্দর্প নারায়ণ পর্যন্ত রাজত্বকাল বুঝতে পারে অথবা এ দ্বারা কামানের সংখ্যাও বুঝাতে পারে। কামানটি বর্তমানে নিখোঁজ। রাজবাড়িতে আর একটি কামানে গোবিন্দ চন্দ্র কর্মকৃত নাম লেখা ছিল। এই কামানটি ১২৯৭ খ্রিঃ রোহিণী রায় চৌধুরীর ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে কীর্তিপাশার বাড়িতে নেয়া হয়। কিছু লোক কামানের মধ্যে আগুন দিলে কামানটি ফেটে যায়। আর একটি কামান বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট মিঃ স্ট্রং বরিশাল সাহিত্য পরিষদের সভাপতি দেব কুমার রায় চৌধুরীকে প্রদান করেন। দেশ বিভাগের পর দেব কুমারের বাড়িটি হস্তান্তরিত এবং জনৈক ব্যক্তি লৌহ ব্যবসায়ীদের নিকট কামানটি মাত্র ১২ টাকায় বিক্রি করে। রাজা কন্দর্প নারায়ণ একজন প্রভাবশালী ভূঁইয়া ছিলেন। তিনি মোগল সুবেদার মানসিংহের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন এবং স্বাধীনভাবে রাজ্য শাসন করতেন। তার প্রধান সেনাপতি রঘুনন্দ ফৌজদার ও প্রধানমন্ত্রী সারাই আচার্য ও প্রধান শরীর রক্ষক রামমোহন মাল রাজ্য শাসনে তাকে সর্বদা সহায়তা করতেন। তথ্য নির্দেশ