কংগ্রেসের প্রথম জেলা কমিটি, বরিশাল

Barisalpedia থেকে

১৯২১ খৃৃস্টাব্দে সম্মেলনের পর নতুন গঠনতন্ত্র অনুসারে বরিশালে প্রথম জেলা কংগ্রেস কমিটি গঠিত হয়। অশ্বিনী ভবনের সামনে সভা বসল। অশ্বিনী কুমার দত্ত প্রেসিডেন্ট, ওয়াহেদ রাজা চৌধুরী ও ডা. তারিণী কুমার গুপ্ত ভাইস প্রেসিডেন্ট, দেব কুমার রায় চৌধুরী সেক্রেটারি, হীরালাল রায়, সরল কুমার দত্ত সহকারী সেক্রেটারি, প্যারীলাল রায় (উজিরপুর), হাশেম আলী খান ও দীনবন্ধু সাহা বিভাগীয় সম্পাদক নির্বাচত হন। ১৯২৩ খৃৃস্টাব্দে অশ্বিনী কুমার দত্তের অসুস্থের সময় ডাঃ তারিণী কুমার গুপ্ত সভাপতি এবং নগেন্দ্র বিজয় ভট্টাচার্য ও ওয়োহেদ রাজা চৌধুরী সহ-সভাপতি নির্বাচিত হন। সত্যেন সেন সম্পাদক, শৈলেশ্বর চক্রবর্তী ও তারাপদ ঘোষ যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।