ওয়াহেদ রাজা চৌধুরী, হাজী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:০৯, ২ মে ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

হাজী ওয়াহেদ রাজা চৌধুরী মেহেদীগঞ্জের উলানিয়ায় জন্ম গ্রহণ করেন। তার পিতা ফজলে আলী চৌধুরী। তিনি অশ্বিনী কুমার দত্তের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। তিনি জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি ছিলেন। স্বদেশী খেলাফত ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি ১৯৩৮ সনে দেহ ত্যাগ করেন। বিখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও ২১শে ফেব্রুয়ারির বিখ্যাত গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’-এর রচিয়তা আবদুল গফফার চৌধুরী তার পুত্র।


তথ্যসূত্র: রফিকুল ইসলাম। বরিশাল দর্পণ। ঢাকা ১৯৯০।