ওয়াজেদ আলী

Barisalpedia থেকে

ওয়াজেদ আলী বরিশালের এক বিপ্লবী দলের সদস্য ছিলেন। ক্ষুদিরামের যে মামলায় ফাঁসি হয়েছিল ঐ একই মামলায় ওয়াজেদ আলীও আসামি ছিলেন। বিপ্লবী দলের ফাঁসির মঞ্চের প্রথম শহীদ ক্ষুদিরাম। ১৯০৮ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী কলকাতার চীফ ম্যাজিষ্ট্রেট কিংস ফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলে আইনজীবী কেনেডির পতœী ও কন্যাকে হত্যা করেন। বিচারে ক্ষুদিরামের ফাঁসি হয়। প্রফুল্ল চাকী আত্মহত্যা করে। ক্ষুদিরামের মামলায় বরিশালে সুরেশ গুপ্ত ও ওয়াজেদ আলী জড়িত ছিলেন। মামলায় তাদের দু’মাস করে কারাদণ্ড হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।