ওয়াজির আলী, খান বাহাদুর

Barisalpedia থেকে

বৃটিশ সরকারের উচ্চ পদস্থ বর্মকর্তা খান বাহাদুর ওয়াজির আলীর জন্ম ৫ জুলাই ১৮৯৫। মৃত্যু: ২৩ এপ্রিল ১৯৭৩। নিবাস গোরাচাদ দাস রোড, বরিশাল।

চাকুরি জীবন

চাকুরী জীববনে তিনি একসময় মুন্সিগঞ্জে এস.ডি.ও. ছিলেন। সাধারণত এস.ডি.ও. পদে তখনকার দিনে ইংরেজ অফিসাররাই নিয়োগ পেতেন। তিনি বদলী হয়ে কলকাতা যাবার পর গর্ডন সাহেব নামে একজন ইংরেজ অফিসার ঐ পদে যোগদান করেন। ১৯৪০ সালে কলকাতা বদলী হয়ে তিনি ওয়াকফ কমিশনার পদে যোগদান করেন। এর কিছুদিন পর তিনি খান বাহাদুর টাইটেল প্রাপ্ত হন। তারপর তিনি হাওড়া জেলার এ. ডি. এম. হিসেবে বদলী হন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন।

সমাজসেবা

খান বাহাদুর ওয়াজির আলী এলাকাবাসীকে উদ্বুদ্ধ করে বহু জনহিতকর কার্যক্রম গ্রহণ করেন। তিনি মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ স্থাপনে সক্রিয় ভূমিকা পালন করেন। ভবেরচর এলাকায় ওয়াজির আলী হাইস্কুল স্থাপন করেন। রামপাল এলাকায় স্ত্রীর নামে নাফিসি মেমোরিয়াল গার্লস হাইস্কুল প্রতিষ্ঠা করেন। মীরকাদিম এলাকায় এলাকাবাসীর বহু কাক্সিক্ষত একটি পাকা ব্রিজ নির্মাণ করেন। সর্বোপরি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ়তর করে তিনি এলাকার সকল মানুষের প্রাণে স্থান করে রয়েছেন।

মৃত্যু

বরিশাল শহরের গোড়াচাঁদ দাস রোডে একসময় খান বাহাদুর ওয়াজির আলীদের বাড়ি ছিল। তিনি শেরে বাংলা এ.কে. ফজলুল হক সাহেবের ভাগিনা এবং জামাতা। অবিভক্ত বাংলার ইন্সপেক্টর অব রেজিস্ট্রেশন মরহুম খান বাহাদুর ইউসুফ আলী ছিলেন তাঁর ছোট ভাই। ২৩ এপ্রিল ১৯৭৩ তারিখে তিনি মৃত্যু বরণ করেন।



তথ্যসূত্র: রুসেলি রহমান চৌধুরী। বরিশালের প্রয়াত গুণীজন। ইউনিভার্সিটি বুক পাবলিশার্স, ঢাকা। ২০০৬।