এলায়েচীরাম তালিব

Barisalpedia থেকে

কবি ও লেখক এলায়েচীরাম তালিবের মূল নাম এলায়েচীরাম। তিনি ছিলেন অমৃতসরের আন্তর্গত জালালাবাদের অধিবাসী। জীবিকার অন্বেষণে তিনি ১৮৬১ সালে বরিশালে আগমন করেন। সে সময় আবদুল গফুর নাসসাখ বরিশালে ডেপুটি ম্যাজিষ্ট্রেট ছিলেন। তালিব তাঁর শিয্যত্ব গ্রহণ করেন। নাসসাখ নিজেও বলেছেন যে, তিনি তালিবের কবিতা সংশোধন করতেন। তাঁর ভাষায় তালিব উর্দু ও ফার্সী উভয় ভাষায় কবিতা রচনা করতেন। তালিব নাসসাখ ও শায়েস্তাবাদের জমিদার খাঁন তাজাম্মুল আলীর প্রশংসার কিছু সংখ্যক ফার্সী কশীদা রচনা করেন। ১৮৭৬ সালের পর কোন একসময় তালিব মৃত্যুবরণ করেছেন বলে অনুমিত হয়।



তথ্যসূত্র: মোহাম্মদ সাইফ উদ্দিন সম্পাদিত ‘বাকেরগঞ্জ জেলার ইতিহাস’।