ঊনবিংশ শতকে বরিশালের সংবাদপত্র

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:০৮, ৭ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("সংবাদপত্র সাহিত্যের প্রধান অঙ্গ। সাহিত্যের মতো সংবাদপত..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

সংবাদপত্র সাহিত্যের প্রধান অঙ্গ। সাহিত্যের মতো সংবাদপত্রে বরিশাল অগ্রণী ছিল। কলকাতার মুদ্রণযন্ত্র স্থাপন করার প্রায় ৫০ বছর পরে ১৮৬৬ খৃৃস্টাব্দে বাসণ্ডার বাবু পূর্ণচন্দ্র সেন সর্বপ্রথম “পূর্ণ চন্দ্রোদয়” নামে মুদ্রণযন্ত্র স্থাপন করেন। ঝালকাঠি থানার তারাপাশা নিবাসী আয়ুর্বেদ বৈদ্য বংশের পÐিত হরকুমার রায় পূর্ণ চন্দ্রোদয় মুদ্রণযন্ত্র থেকে “পরিমল বাহিনী” নামক পত্রিকা প্রকাশ করেন। কয়েক বছর পরে এ মুদ্রণ যন্ত্র উঠে যায়। ১৮৭৩ খৃৃস্টাব্দে বাংলা ১২৮০ সনে মাগুরার বাবু ঈশ্বর চন্দ্র সত্য প্রকাশ যন্ত্র স্থাপন করেন এবং এ প্রেস হতে তিনি “বরিশাল বার্ত্তাবহ” সংবাদপত্র প্রকাশ করেন। ১৮৭১ খৃৃস্টাব্দে তারপাশা নিবাসী পÐিত নবীন চন্দ্র চক্রবর্তী ‘হিতসাধিনী’ পত্রিকা প্রচার করেন। কাশীপুরের প্রতাপ চন্দ্র মুখোপাধ্যায় ১৮৭১ খৃৃস্টাব্দে “কাশীপুর নিবাসী” পত্রিকা বের করেন। ১৮৭২ খৃৃস্টাব্দে ‘বঙ্গ দর্পণ’ পত্রিকা প্রকাশিত হয়। এ সময় ‘বালরঞ্জিকা’ ও ‘সত্য প্রকাশ’ পত্রিকা প্রকাশিত হয়। ১৮৮৫ খৃৃস্টাব্দে প্রতাপ চন্দ্র মুখোপাধ্যায় কাশীপুর যন্ত্র, ১৮৮৭ খৃৃস্টাব্দে রাজমোহন চট্টোপাধ্যায় হিতৈষী যন্ত্র এবং ১৮৯৫ খৃৃস্টাব্দে বাবু অক্ষয় কুমার চট্টোপাধ্যায় আদর্শ প্রেস স্থাপন করেন। জেল ম্যাজিষ্ট্রেট মি. বেভারিজের সময়- ১৮৭৫ খ্রি. ‘পূর্ণ চন্দ্রোদয়’ ও ‘সত্য প্রকাশ’ প্রেস ছিল। ‘বরিশাল বার্তা’, ‘হিতসাধিনী’, ‘বালরঞ্জিকা’, ‘সত্য প্রকাশ’ ইত্যাদি নামে মোট ৮টি পত্রিকা উনবিংশ শতকে বরিশাল থেকে বের হতো। ‘ স্বদেশী’ ও ‘সহযোগী’ নামক ২টি পত্রিকা প্রকাশিত হয়ে ১৮৯৪ খ্রিস্টাব্দের পূর্বে বন্ধ হয়ে যায়। ১৮৯৫ খৃৃস্টাব্দে বরিশাল বঙ্গ বিদ্যালয়ের হেড পÐিত বাবু রাজমোহন চট্টোপাধ্যায় ‘বরিশাল হিতৈষী’ নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। ১৯০০ খৃৃস্টাব্দে অশ্বিনী কুমার দত্তের চেষ্টায় কাঁচালিয়ার প্রিয়নাথ গুহের সম্পাদনায় ‘বিকাশ’ পত্রিকা আত্মপ্রকাশ করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।