উলানিয়া

Barisalpedia থেকে

গ্রামটি মেহেন্দিগঞ্জ থানায় অবস্থিত। চৌধুরী পরিবারের বিখ্যাত ব্যক্তিদের জন্য গ্রামটি বিখ্যাত। তাঁদের পূর্বপুরুষ মোহাম্মদ হানিফ মোগলদের সেনাধ্যক্ষ ছিলেন। এ পরিবারের অনেক কৃতী পুরুষ আছে। ১. আবদুল লতিফ চৌধুরী (১৮৮২ - ২৬ এপ্রিল ১৯৭৩) উলানিয়ার জমিদার বংশের সর্বশেষ জমিদার; স্বনামধন্য সমাজসেবক ও সরকারি কর্মকর্তা। ২. খোরশেদ আলম চৌধুরী (১৮৯২ - ১৫ মার্চ ১৯৮৫), বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য। ৩. ফজলাল করিম চৌধুরী (১৮৯২ - ৫ জানুয়ারি ১৯৬৩ সাল), ২বার বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য। ৪. ওয়াহেদ রাজা চৌধুরী (?? - ১৯৩৮), হাজী; জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি; আবদুল গাফফার চৌধুরীর পিতা। ৫. মোহাম্মদ আরিফ চেীধুরী (আনুমানিক ১৯০১ - ১৪ অক্টোবর ১৯৬৫), ওরফে ধনু মিয়া; রাজনীতিবিদ; পাকিস্তান আন্দোলন এবং আওয়ামী লীগের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। ৬. এডভোকেট আমিনুল হক চৌধুরী (?? - ১০ মার্চ ১৯৮৯), রাজনীতিক; উলানিয়ার জমিদার পরিবারের সর্বশেষ জমিদার; ১৯৭৫ সালে তিনি বরিশাল জেলার গভর্নর। ৭. আবদুর রহমান চৌধুরী (২৫ নভেম্বর ১৯২৬ - ১১ জানুয়ারি ১৯৯৪), সুপ্রিম কোর্টের বিচারপতি। ৮. ফজলুর রহিম চৌধুরী (বিংশ শতকের প্রথম ভাগ), সুসাহিত্যিক। এছাড়াও এ গ্রামটি উলানিয়া করোনেশন হাইস্কুল ও মোগল আমলের একটি মসজিদের জন্য বিখ্যাত।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।