উলানিয়ার চৌধুরী পরিবার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০৬, ২৪ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে ("কাকেরগঞ্জের তৎকালীন ইদিলপুর পরগণার সবচেয়ে খ্যাতিমান জ..." দিয়ে পাতা তৈরি)

কাকেরগঞ্জের তৎকালীন ইদিলপুর পরগণার সবচেয়ে খ্যাতিমান জমিদার পরিবার হলো মেহেন্দীগঞ্জ থানার উলানিয়ার চৌধুরী পরিবার। উলানিয়ার চৌধুরী পরিবারের আদি পুরুষ ছিলেন মুহাম্মদ হানিফ।


জমিদারির প্রতিষ্ঠা

মুহাম্মদ হানিফ সুবাদার শায়েস্তা খানের আমলে গোবিন্দপুরের সংগ্রাম কেল্লার জমাদার ও একজন সেনানায়ক ছিলেন। তিনি হিজলার তেঁতুলিয়া গ্রামে বসতি স্থাপন করেন। কথিত আছে, তিনি পারস্য দেশ হতে বাংলাদেশে আসেন। তার বংশধর মুহাম্মদ তকি তেঁতুলিয়া জমাদার বাড়ি হতে উলানিয়া চলে আসেন। তার পুত্র নয়া রাজা, হাসন রাজা ও কালা রাজা কোম্পানি আমলে লবণ, চাল ও সুপারির ব্যবসা করে। তারা কলকাতার মাড়োয়ারি ব্যবসায়ী হুকুম চাঁদের সাথে ব্যবসা করত। তারা লালগঞ্জ, কালিগঞ্জ ও আলিগঞ্জ বন্দর প্রতিষ্ঠা করেন। তিন ভ্রাতা ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন এবং ইদিলপুর ও অন্যান্য পরগণার জমিদারীর অংশ ও কয়েকটি তালুক ক্রয় করে ইদিলপুরে জমিদারি প্রতিষ্ঠা করেন।


বংশ তালিকা

মুহাম্মদ হানিফের বংশধর মুহাম্মদ তকি; তাঁর তিন পুত্র নয়া রাজা, হাসান রাজা ও কালারাজা; নয়া রাজার পুত্র ফজেল আলী, তাঁর পুত্র ওয়াহেদ রাজা চৌধুরী, তাঁর পুত্র আবদুল গাফফার চৌধুরী; হাসান রাজার পুত্র মজিদ, তাঁর পুত্র এছলাম, তাঁর পুত্র আরিফ চৌধুরী, তাঁর পুত্র আসাদ চৌধুরী; কালারাজার পুত্র আজহার চৌধুরী, তাঁর পুত্র আবদুল লতিফ চৌধুরী, তাঁর দুই পুত্র আবদুর রহমান চৌধুরী ও হাফিজুর রহমান।


কীর্তিমানগণ

রাজনীতি, বাংলা ভাষা ও সংস্কৃতি অঙ্গনে উলানিয়া চৌধুরী পরিবার ঐতিহাসিক অবদান রেখেছে। ওয়াহেদ রাজা চৌধুরী, নুরুল হক চৌধুরী, আরিফ চৌধুরী, সুলতান আহম্মেদ চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, ফজলাল করিম চৌধুরী, আমিনুল হক চৌধুরী, বাহাউদ্দিন চৌধুরী প্রমুখ বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। আরিফ চৌধুরী (ধনুমিয়া), ফজলাল করিম, খোরশেদ আলম ও আমিনুল হক চৌধুরী আইনসভার সদস্য ছিলেন। আবদুল গাফফার চৌধুরী একুশে ফেব্রুয়ারির গানের রচয়িতা। আসাদ চৌধুরী আধুনিক বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি। নাট্যকার আতিকুল আলম চৌধুরী টিভি প্রযোজিত নাট্যাঙ্গনের একটি বিশিষ্ট নাম। নয়া রাজার চতুর্থ পুত্র ইসহাক চৌধুরীর পুত্র ফজলাল রহিম চৌধুরী, শেরে বাংলার কন্যা রইসা বেগমকে বিয়ে করেছিলেন। আবদুর রহমান চৌধুরী বাংলাদেশ হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।