উদয় নারায়ণের ভূমিদান পত্র

Barisalpedia থেকে

চন্দ্রদ্বীপ রাজা উদয় নারায়ণের ভূমিদান পত্র তৎকালীন এতদঞ্চলে বাংলা গদ্য বিকাশের একটি উল্লেখযোগ্য দলিল। ১৭৪৭ খ্রিস্টাব্দে চন্দ্রদ্বীপ রাজা উদয় নারায়ণের ভূমিদান পত্রটি লিখিত হয়। সেই যুগের বাকলার উন্নত বাংলা গদ্যের রূপ বোঝাতে পত্রটি থেকে কিংদংশ নিম্নে উৎকলিত হলো।

“ইয়াদিকীদ্দ শরণ ও মঙলালয় মহামহিম শ্রীযুক্ত রাজোদয় নারায়ণ মহাশয়ানং শ্রীসূর্যদেব চক্রবর্তী সুচরিতেষু নমষ্কারা কার্যাঞ্চাগে পরগণে চন্দ্রদ্বীপ গয়রহ সরকার বাকলায় শ্রী রাজোদয় নারায়ণ রায়ের ধর্ম্মেচরাজদী জোয়ারে সোয়াকানি জমি তোমার ব্রহ্মত্র দিল। জমি আমল করিয়া দপ্তরে আপন নাম ব্রহ্মোত্তর লিখাইয়া পুত্র পৌত্রাদিক্রমে ভোগ করিয়া আর্শীবাদ করিতে রহ। ইতি ১১৫৪ সন।”



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।