উজ্জ্বল ভারত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৫৯, ১৮ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("‘উজ্জ্বল ভারত’ বরিশাল থেকে ১৯২৫ সালে প্রকাশিত একটি সাপ্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

‘উজ্জ্বল ভারত’ বরিশাল থেকে ১৯২৫ সালে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। ১৯২৫ সালের ২৬ আগস্ট (১১ই ভাদ্র ১৩৩২) রাধাষ্টমীতে শ্রী শরৎকুমার ঘোষ-এর (পুরুষোত্তমানন্দ অবধূত) সম্পাদনায় সাপ্তাহিক ‘উজ্জ্বল ভারত’ পত্রিকা প্রকাশিত হয় এবং দু’বছর চলার পর বন্ধ হয়ে যায়। পত্রিকাটির বার্ষিক চাঁদার হার ছিল সাড়ে চার টাকা। এ প্রসঙ্গে মাসিক ‘পথিক’ পত্রিকার ১ম বর্ষ, ৩য় সংখ্যায় (আষাঢ়, ১৩৩২) দেখি : ‘আমরা জানিয়া সুখী হইলাম যে অহিংস অসহযোগ আন্দোলনের একনিষ্ঠ সেবক দেশপ্রাণ বৈদান্তিক শ্রীযুক্ত শরৎকুমার ঘোষ মহাশয় আগামী ১১ই ভাদ্র হইতে ‘উজ্জ্বল ভারত’ নামে একখানি সাপ্তাহিক পত্রিকা বাহির করিবেন। আমরা আশা করি, দেশবাসী বিদ্যোৎসাহী সাধারণ বার্ষিক মং সাড়ে চার টাকা মূল্য প্রদানে উক্ত পত্রিকার গ্রাহক শ্রেণীভুক্ত করিয়া তাঁহার জ্ঞানগর্ভ উপদেশাবলী গ্রহণের অপূর্ব্ব সুযোগ হারাইবেন না।’


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।