উইলিস, মি.:

Barisalpedia থেকে

মি. উইলিস ছিলেন সিলেট জেলার ইংরেজ কালেক্টর এবং জাতিতে একজন ইংরেজ। তিনি বাকেরগঞ্জের বণিক ও কৃষক বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন।

মি. উইলিস যখন বাকেরগঞ্জ নদীপথ অতিক্রম করছিলেন, তখন বিদ্রোহীরা তাকে আক্রমণ করে। তিনি তাড়াতাড়ি নৌকা তীরে রেখে পালাতে সক্ষম হন। ঢাকার কালেক্টর মি. ডে (১৭৮৫-৯০) বিদ্রোহীদের দমন করার জন্য সিপাহী প্রেরণ করেন। তারা মি. উইলিসের আক্রমণকারীদের অনেককে গ্রেফতার করে। আক্রমণকারীরা ১৮ মাস ধরে সুন্দরবনাঞ্চলে ঘুরে বেড়ায়। মি. ডের প্রেরিত সশস্ত্র নৌকাগুলো তাদের সন্দ্বীপ ও সমুদ্রোপকূল পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায়। তারা সমুদ্রের জলোচ্ছাসে প্রায় ডুবে যাচ্ছিল। দেড় দিন পর্যন্ত উভয় দলের মধ্যে সংঘর্ষ হয়। তারা শেষ পর্যন্ত ধরা পড়ে এবং তাদের কঠোর শাস্তির জন্য ঢাকায় পাঠানো হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।