ইসলাম দর্শন

Barisalpedia থেকে

১৯২০ সালে মোহাম্মদ আবদুল হাকিম ও নূর আহমেদ- এর স¤পাদনায় বরিশাল থেকে প্রকাশিত হয় মাসিক ‘ইসলাম দর্শন’। সুরেশচন্দ্র গুপ্ত পত্রিকাটির নাম ‘ইসলাম দর্পণ’ বলে উল্লেখ করেছেন। এ পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। পত্রিকাটি প্রসঙ্গে ‘বাঙালি মুসলিম বুদ্ধিজীবী চিন্তা ও কর্ম’ গ্রন্থে ইমরান হোসেন লিখেছেন: ‘ইসলাম দর্শন: আঞ্জুমান-ই-ওয়ায়েজীনের মুখপত্র। প্রথম প্রকাশ ১৯২০। পৃষ্ঠপোষক ফুরফুরার পীর মাওলানা আবুবকর। স¤পাদক-মোহাম্মদ আবদুল হাকিম ও নূর আহমদ। সমাজচিন্তা ও সাহিত্য চর্চায় রক্ষণশীল ও গোঁড়া। রাজনীতিতে ব্রিটিশ বিরোধী হলেও আন্দোলন বিমুখ। একজন পীরের পৃষ্ঠপাষেকতায় প্রকাশিত হলেও পীর প্রথার বিরোধী মন্তব্য প্রকাশ করে।’


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।