"ইমাম উদ্দিন, সৈয়দ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("১৭৭৯ খৃৃস্টাব্দে নলচিড়ার জমিদার সৈয়দ ইমামউদ্দিন ও পলা..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১০:০৩, ২৯ অক্টোবর ২০১৭ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

১৭৭৯ খৃৃস্টাব্দে নলচিড়ার জমিদার সৈয়দ ইমামউদ্দিন ও পলাশী থেকে আগত নবাব সিরাজউদ্দৌলার একদল সৈন্যের সাথে ইংরেজদের শরিকলের নিকট যুদ্ধ হয়। যুদ্ধে বিদ্রোহীরা পরাজয় বরণ করে। রাজস্ব দিতে অস্বীকার করলে ওয়ারেন হেষ্টিংস ১৭৭৭ খৃৃস্টাব্দে উত্তর শাহবাজপুরের জমিদার লালরাম ও নলচিড়ার জমিদার সৈয়দ ইমামউদ্দিনকে গ্রেফতার করে কলিকাতায় নিয়ে যায়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।