ইন্দ্রলাল রায়

Barisalpedia থেকে

জন্ম-মৃত্যুর তারিখ অজ্ঞাত। জন্মস্থান লাখুটিয়া, বরিশাল। পিতা প্যারীলাল রায়। পাশ্চাত্য শিক্ষানুরাগী পিতার সঙ্গে তিন বছর বয়সে বিলেতযাত্রা করেন। ব্রিটিশ সামরিক বাহিনীতে ইন্দ্রলালই প্রথম বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট। স্যান্ডহার্স্টের কমিশন পেয়ে তিনি রয়াল এয়ার ফোর্সে যোগ দেন এবং সাতখানি শক্রু-বিমান ধ্বংস করার পর যুদ্ধক্ষেত্রে, ফ্রান্সের ক্যালে অঞ্চলে নিহত হন। ওখানে তাঁর কবরে উৎকীর্ণ আছেÑ‘মহাবীরের সমাধি, সম্ভ্রম দেখাও, স্পর্শ করোনা’। বিমানবাহিনীর সর্বোচ্চ সম্মান ‘ডি.এফ.সি.’ উপাধি লাভ করেছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।