ইদ্রাকপুর পরগণাা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০২:২২, ২৭ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে ("বর্তমান উজিপরপুরের বৃহদংশ জুড়ে বিস্তৃত ইদ্রাকপুর পরগণ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বর্তমান উজিপরপুরের বৃহদংশ জুড়ে বিস্তৃত ইদ্রাকপুর পরগণা বৃহত্তর বরিশাল জেলার একটি পরগনার নাম। সুবাদার শায়েস্তা খানের সময় মাহমুদ ইদ্রাক নামে জনৈক বুজুর্গ ব্যক্তি সরকার বাকলায় ইসলাম ধর্ম প্রচার করতে আসেন। তিনি উজিরপুর থানার ধামুরা গ্রামে বসতি স্থাপন করেন। শায়েস্তা খান তার আধ্যাত্মিক গুণে মুগ্ধ হয়ে তাকে একটি পরগণা দান করেন। তার নামানুসারে পরগণার নাম হয় ইদ্রাকপুর। ধামুরার মিয়া পরিবার তার বংশধর।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।