আহসান হাবীব

Barisalpedia থেকে

আহসান হাবীব.jpg

জন্ম ২ জানুয়ারি ১৯১১। মৃত্যু ১০ জুলাই ১৯৮৫। জন্মস্থান পিরোজপুর। আর্থিক কারণে কলেজের পড়া ছেড়ে ১৯৩৭ খ্রি. কলকাতায এসে ‘দৈনিক তকবীর’ পত্রিকার সহ-সম্পাদকের পদে নিযুক্ত হন। এ সময় থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা প্রকাশ করতে থাকেন। সাহিত্য-সম্পাদক হিসাবে নানান পত্রিকায় কাজ করেছেন। তাঁর প্রথম কবিতার বই ‘রাত্রিশেষ’। অন্যান্য গ্রন্থ: ‘ছায়া হরিণ’, ‘আমায় বসতি’, ‘মেঘ বলে চৈত্রে যাবো’, ‘দুই হাতে দুই আদিম পাথর’, ‘প্রেমের কবিতা’, এবং ‘বিদীর্ণ দর্পনে’। এ ছাড়াও তাঁর গল্প, উপন্যাস ও ছোটোদের জন্য রচনাবলি আছে। কবিতার জন্য বাংলাদেশের উল্লেখযোগ্র পুরস্কার সবই তিনি পেয়েছেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।