আশুতোষ আইচ

Barisalpedia থেকে

ঝালকাঠির সন্তান আশুতোষ আইচ ছিলেন কোলকাতার বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান ‘শ্রীনিকেতন’-এর প্রতিষ্ঠাতা নিত্যানন্দ আইচের পিতা।


জন্ম

শ্রী আশুতোষ আইচের জন্মস্থান ঝালকাঠি জেলার ঝালকাঠি থানাধীন রুনসী গ্রাম। তাঁর জন্ম ১৮৯৫ সালে এবং মৃত্যু ১৯৯৪ সালে। তাঁর পিতার নাম গৌরাঙ্গ চন্দ্র আইচ, পিতামহ কালীনাথ আইচ এবং প্রপিতামহ নীলকণ্ঠ আইচ।

জীবন ও কর্ম

শ্রী আশুতোষ আইচ ১৮/১৯ বছর বয়সে ব্যবসা শুরু করেন বাগেরহাটের মোড়েলগঞ্জ নামক স্থানে। মোড়েলগঞ্জে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানটি ছিল মূলত একটি বানিয়া দোকানগোছের। এ দোকানে কবিরাজি চিকিৎসার বিভিন্ন ভেষজ উপাদান-উপকরণ পাওয়া যেত। ১৯৪৫ সনে শ্রী আইচ রুনসী গ্রাম ছেড়ে সপরিবারে মোড়েলগঞ্জে বসবাস শুরু করেন। পূর্ববাংলার রাজনীতিতে বিভিন্নমুখী অস্থিরতা দেখা দিলে ভবিষ্যৎ চিন্তার অংশ হিসবে তিনি ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে স্ত্রী বিমলা আইচের ধীরে ধীরে জমানো ১০,০০০/- (দশ হাজার) টাকা দিয়ে কোলকাতায় সুখচর নামক স্থানে জমি ক্রয় করেন। ১৯৪৯ সনে স্ত্রী বিমলা আইচের এক বোনের বাড়িতে কন্যার বিয়ের দিনে ভয়াবহ লুটতরাজ সংঘটিত হলে শ্রী আশুতোষ আইচ পশ্চিমবঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৪৯ সালের ডিসেম্বরে সপরিবারে কোলকাতা গমন করেন।

১৯৪৯ সালে পুত্র গৌরাঙ্গ আইচকে নিয়ে কোলকাতায় শুরু করলেন এক নতুন ব্যবসা। প্রতিষ্ঠানটির নাম দিলেন ‘মাতৃভাণ্ডার’। এই সময় শ্রী আশুতোষ আইচের কোলকাতায়ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল এবং মোড়েলগঞ্জেও ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ১৯৫৬ সালে মোড়েলগঞ্জের ব্যবসা সম্পূর্ণ চুকিয়ে দিয়ে তিনি কোলকাতায় গমন করেন। ১৯৫৬ সালে তিনি রুনসীর বাড়িটিও বিক্রি করে দেন। তবে রুনসীর জমিজমা তিনি বিক্রি করে যাননি। রুনসীর বাড়ির একটি দরজা তিনি বাঁশের ভেলায় ভাসিয়ে কোলকাতায় নিয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে কোলকাতায় তাঁর ব্যবসার পসার বাড়তে লাগলো। ১৯৬০ সালে তিনি কোলকাতায় দ্বিতীয় বাড়ি ক্রয় করলেন। সেটি কোলকাতায় আইচ পরিবারের প্রথম দালানবাড়ি।


সন্তানের কীর্তি

শ্রী আশুতোষ আইচের যোগ্য পুত্র শ্রী নিত্যানন্দ আইচ কোলকাতার অদূরে সোদপুরে ১৯৬৪ সালে ৫০ টাকা ভাড়ায় দুটি ঘর নিয়ে একটি কাপড়ের দোকান চালু করেন। এর নাম রাখেন ‘শ্রীনিকেতন’। ১৯৮৪ সাল পর্যন্ত শ্রী আশুতোষ আইচও দেখভাল করতেন এই ব্যবসার। শ্রী নিত্যানন্দ আইচের অসাধারণ ব্যবসায়িক দক্ষতায় ১৯৮০ সালে এই প্রতিষ্ঠানটি ৪০০ বর্গফুটে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ১৯৮৫ সালে এর পরিসর দাঁড়ায় ১০০০ বর্গফুট। ১৯৯১ সালে ‘শ্রীনিকেতন’-এর সাথে তিনি যুক্ত করেন অঙ্গসংগঠন ‘আনন্দধারা’।

২০০৫ সালে সোদপুরের বাইরে ‘শ্রীনিকেতন’-এর প্রথম শাখা খোলা হয় কোলকাতায় গড়িয়ায়। ২০০৬ সালে আরেকটি শাখা প্রতিষ্ঠিত হয় শ্যামবাজারে। ২০০৮ সালে সোদপুরের মূল ‘শ্রীনিকেতন’-এর পরিসর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দাঁড়ায় ৪০,০০০ বর্গফুটে। ২০০৯ সালে শাখা খোলা হয় বারাসাতে। ২০১৪ সালে শাখা খোলা হয় গড়িয়াহাটে। ২০১৬ সালে শাখা খোলা হয় কাচড়াপাড়ায়। ঝালকাঠির শ্রী আশুতোষ আইচের প্রতিষ্ঠিত সেই ছোট্ট প্রতিষ্ঠানটি এভাবে আজ তাঁর সুযোগ্য পুত্র শ্রী নিত্যানন্দ আইচের হাত ধরে কোলকাতায় অন্যতম শ্রেষ্ঠ পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠানের রূপ লাভ করেছে।

শ্রী নিত্যানন্দ আইচের জন্ম তারিখ ১৭ ডিসেম্বর ১৯৪২। তাঁর প্রাথমিক শিক্ষার শুরু বর্তমান বাগেরহাট জেলাধীন মোড়েলগঞ্জ গার্লস স্কুলে। পরবর্তীতে কোলকাতার অদূরে সুখচর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৬১ সালে মাধ্যমিক পাস করে বঙ্গবাসী কলেজে এক বছর প্রিইউনিভর্সিটি পড়ার পরে তাঁর একাডেমিক পড়াশুনার ইতি ঘটে। ১৯৭৩ সালে তিনি দাম্পত্য জীবনে প্রবেশ করেন। স্ত্রীর নাম আলো রানী আইচ। তাঁদের তিন সন্তান: ১। মিতালী আইচ, ২। বর্ণালী আইচ ও ৩। শ্যামসুন্দর আইচ।

সন্তান সন্ততি

পারিবারিক জীবনে শ্রী আশুতোষ আইচ ছিলেন ৮ সন্তানের জনক: ১। গৌরাঙ্গ চন্দ্র আইচ, ২। দুলালী আইচ, ৩। আরতি আইচ, ৪। নিত্যানন্দ আইচ, ৫। লক্ষ্মী আইচ, ৬। গীতা রানী আইচ, ৭। মিনা আইচ ও ৮। নিতা রানী আইচ। এই ৮ সন্তানের মধ্যে যিনি শ্রী আশুতোষ আইচের ব্যবসায়িক কীর্তিকে ধারণ করতে পেরেছেন তিনি হলেন শ্রী নিত্যানন্দ আইচ। তিনিই শ্রীনিকেতনকে এপার ও ওপার বাংলার এক গৌরবময় প্রতিষ্ঠানে পরিণত করেছেন।

পুত্র নিত্যানন্দ আইচের ব্যবসায়িক সাফল্যের মধ্য দিয়ে ঝালকাঠির সন্তান শ্রী আশুতোষ আইচের প্রতিষ্ঠান শ্রীনিকেতনের সুনাম আজ জাতীয় থেকে আন্তর্জাতিক অঙ্গন জুড়ে পরিব্যাপ্ত।


তথ্যসূত্র: শ্রী নিত্যানন্দ আইচের সাক্ষাৎকার।