আলমতাজ বেগম ছবি

Barisalpedia থেকে

বিখ্যাত নারী মুক্তিযোদ্ধা। ১৯৫৫ সালের রাজাপুর থানার শ্যাকরাইল গ্রামে আলমতাজ বেগম ছবি জন্মগ্রহণ করেন। তার পিতা হাবিবুর রহমান। ১৯৭১ সালে তিনি বরিশাল সারস্বত বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী। তার বড় ভাই প্রখাত সাহিত্যিক হুমায়ুন কবীর এবং ফিরোজ কবীর সিরাজ সিকদারের সর্বহারা দলের মুক্তিযোদ্ধা। ভাইদের প্রেরণায় তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি আটঘর কুড়িয়ানায় পাকবাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেন। পাকবাহিনীর গানবোটে গ্রেনেড মেরে ডুবিয়ে দেন। তিনি গাবখান নদীতে পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার বড় ভাইয়ের সতীর্থ সেলিম শাহনাজের সাথে ১৯৭১ সালের ২৮ মে তাঁর বিয়ে হয়। মুক্তিযুদ্ধ কালে তার ভাই ফিরোজ কবীর পাকবাহিনীর হাতে ধরা পড়েন। তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়। স্বাধীনতার পর তার স্বামী সেলিম আততায়ীর হাতে নিহত হন। মুক্তিযোদ্ধা হিসেবে তিনি স্বীকৃতি পাননি। তিনি বর্তমানে পাথরঘাটা বন্দরে বসবাস করেন। তাঁর দুই ছেলে এক মেয়ে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।