"আর এস বা রিভিশনাল সার্ভে"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বাকেরগঞ্জ তথা বরিশালের প্রথম ভূমি জরিপ সম্পন্ন হয়েছিল..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

০০:০৮, ২৪ জুলাই ২০২০ তারিখের সংস্করণ

বাকেরগঞ্জ তথা বরিশালের প্রথম ভূমি জরিপ সম্পন্ন হয়েছিল ১৯০০ থেকে ১৯০৮ খৃস্টাব্দে। এই জরিপ সি এস বা ক্যাডাস্ট্রাল সার্ভে নামে পরিচিত। এই সিএস রেকর্ডের ওপর ভিত্তি করে এর দোষ ত্রæটি সংশোধনার্থে এবং জমির বিভাজন, উত্তরাধিকার ইত্যাদি সম্পর্কিত নতুন তথ্য হালনাগাদ করে ১৯৪০-৫২ খ্রিস্টাব্দে এ জেলায় আরেকটি জরিপ হয়েছিল যাকে রিভিশনাল সার্ভে বা বা সংক্ষেপে আরএস বলা হয়। বরিশাল অঞ্চলের গ্রামীণ জনগণ যারাই জমিজমা নিয়ে কথা বলে তাদের কাছেই সিএস ও আরএস দুটি বহুল উচ্চারিত শব্দ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।