আয়েন আলী শিকদার

Barisalpedia থেকে

ড. সৈকত আসগরের তথ্যমতে আয়েন আলী শিকদার আধুনিক কালের বরিশাল জেলার প্রথম গদ্য লেখক। তাঁর উপন্যাস বিধবা-বিলাপ প্রকাশিত হয়েছিলো ১৮৬৮ সালে। কেউ নরনারায়ণ রায়কে আধুনিক বরিশলের প্রথম গদ্য লেখক বলতে চান। কিন্তু তিনি তাঁর প্রবন্ধে দেখিয়েছেন, নরনারায়ণ রায় নয়, আয়েন আলী শিকদারই আধুলিক বরিশলের প্রথম গদ্য লেখক। ড. কাজী আবদুল মান্নান তাঁর ‘আধুনিক বাঙলা সাহিত্যে মুসলিম সাধনা’ আয়েন আলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।



তথ্যউৎস: মোহাম্মদ সাইফ উদ্দিন সম্পাদিত ‘বাকেরগঞ্জ জেলার ইতিহাস’।