"আয়েন আলী শিকদার"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
 
(একই ব্যবহারকারী দ্বারা সম্পাদিত ৪টি মধ্যবর্তী সংশোধন দেখানো হচ্ছে না)
১ নং লাইন: ১ নং লাইন:
ড. সৈকত আসগরের তথ্যমতে আয়েন আলী শিকদার আধুনিক কালের বরিশাল  জেলার প্রথম গদ্য লেখক। তাঁর উপন্যাস বিধবা-বিলাপ প্রকাশিত হয়েছিলো ১৮৬৮ সালে। কেউ নরনারায়ণ রায়কে আধুনিক বরিশলের প্রথম গদ্য লেখক বলতে চান। কিন্তু তিনি তাঁর প্রবন্ধে দেখিয়েছেন, নরনারায়ণ রায় নয়, আয়েন আলী শিকদারই আধুলিক বরিশলের প্রথম গদ্য লেখক। ড. কাজী আবদুল মান্নান তাঁর ‘আধুনিক বাঙলা সাহিত্যে মুসলিম সাধনা’ আয়েন আলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।  
+
ড. সৈকত আসগরের তথ্যমতে আয়েন আলী শিকদার আধুনিক কালের বরিশাল  জেলার প্রথম গদ্য লেখক। তাঁর উপন্যাস ‘বিধবা-বিলাস’ প্রকাশিত হয়েছিলো ১৮৬৮ সালে। তবে গ্রন্থের শেষে লেখক ধাঁধার মধ্য দিয়ে উক্ত কাহিনি বা উপন্যাস লিখিত হওয়ার যে সময় কাল বলেছেন তাতে দেখা যায় উপন্যাসটির লিখিত হয়েছে ১৮৬৬ সালে।
 +
 
 +
গ্রন্থটি গদ্য-পদ্যের মিশ্রণে লিখিত। গ্রন্থের শুরুতে লেখক পদ্যে নিজের পরিচয় দিয়েছেন। সে পরিচয়ে দেখা যায় লেখকের বাড়ি মেহেন্দিগঞ্জের নিকটে রুকুন্দি গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ লস্কর শিকদার। তাঁরা দুই ভাই ছিলেন আবদুর রহিম শিকদার ও আয়েন আলী শিকদার। 
 +
 
 +
কেউ কেউ নরনারায়ণ রায়কে আধুনিক বরিশলের প্রথম গদ্য লেখক বলতে চান। কিন্তু ড. সৈকত আসগর তাঁর প্রবন্ধে দেখিয়েছেন, নরনারায়ণ রায় নয়, আয়েন আলী শিকদারই আধুনিক বরিশলের প্রথম গদ্য লেখক। ড. কাজী আবদুল মান্নান তাঁর ‘আধুনিক বাঙলা সাহিত্যে মুসলিম সাধনা’ আয়েন আলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।  
  
  
 
----
 
----
তথ্যউৎস: মোহাম্মদ সাইফ উদ্দিন সম্পাদিত ‘বাকেরগঞ্জ জেলার ইতিহাস’।
+
তথ্যউৎস: 1. মোহাম্মদ সাইফ উদ্দিন সম্পাদিত ‘বাকেরগঞ্জ জেলার ইতিহাস’।2. ড. কাজী আবদুল মান্নান। আধুনিক বাঙলা সাহিত্যে মুসলিম সাধনা। স্টুডেন্ট ওয়েজ, ঢাকা। ১৯৬৯।

২১:১৮, ১৪ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

ড. সৈকত আসগরের তথ্যমতে আয়েন আলী শিকদার আধুনিক কালের বরিশাল জেলার প্রথম গদ্য লেখক। তাঁর উপন্যাস ‘বিধবা-বিলাস’ প্রকাশিত হয়েছিলো ১৮৬৮ সালে। তবে গ্রন্থের শেষে লেখক ধাঁধার মধ্য দিয়ে উক্ত কাহিনি বা উপন্যাস লিখিত হওয়ার যে সময় কাল বলেছেন তাতে দেখা যায় উপন্যাসটির লিখিত হয়েছে ১৮৬৬ সালে।

গ্রন্থটি গদ্য-পদ্যের মিশ্রণে লিখিত। গ্রন্থের শুরুতে লেখক পদ্যে নিজের পরিচয় দিয়েছেন। সে পরিচয়ে দেখা যায় লেখকের বাড়ি মেহেন্দিগঞ্জের নিকটে রুকুন্দি গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ লস্কর শিকদার। তাঁরা দুই ভাই ছিলেন আবদুর রহিম শিকদার ও আয়েন আলী শিকদার।

কেউ কেউ নরনারায়ণ রায়কে আধুনিক বরিশলের প্রথম গদ্য লেখক বলতে চান। কিন্তু ড. সৈকত আসগর তাঁর প্রবন্ধে দেখিয়েছেন, নরনারায়ণ রায় নয়, আয়েন আলী শিকদারই আধুনিক বরিশলের প্রথম গদ্য লেখক। ড. কাজী আবদুল মান্নান তাঁর ‘আধুনিক বাঙলা সাহিত্যে মুসলিম সাধনা’ আয়েন আলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।



তথ্যউৎস: 1. মোহাম্মদ সাইফ উদ্দিন সম্পাদিত ‘বাকেরগঞ্জ জেলার ইতিহাস’।2. ড. কাজী আবদুল মান্নান। আধুনিক বাঙলা সাহিত্যে মুসলিম সাধনা। স্টুডেন্ট ওয়েজ, ঢাকা। ১৯৬৯।