"আমতলীর বিঘাইর মিয়া পরিবার"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("আমতলীর বিঘাইর মিয়াদের পূর্বপুরুষ মৎস্য ব্যবসায়ী ছিল।..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১২:৩৮, ১৩ জুন ২০১৮ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

আমতলীর বিঘাইর মিয়াদের পূর্বপুরুষ মৎস্য ব্যবসায়ী ছিল। তারা তালুক লাভ করে বিঘাইর হাটের নিকট বসতি স্থাপন করেন। ঈশ্বরচন্দ্র দত্ত তাদের নায়েব ছিলেন। তিনি নাবালক জমিদার মফিজউদ্দিন চৌধুরীর জমিদারীর একাংশ আত্মসাৎ করেন। মফিজউদ্দিনের বাকি তালুক দেনার দায়ে বিক্রি হয়ে যায় এবং মিঃ ব্রাউন তা ক্রয় করেন। মফিজউদ্দিনের ৩ মেয়ের বংশধররা মিয়া বাড়ীতে বাস করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।