আভা গান্ধী

Barisalpedia থেকে

মহাত্মা গান্ধীর প্রপৌত্র কানুর স্ত্রী আভা গান্ধী ১৬ এপ্রিল ১৯৩১ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর আদি পৈতৃক নিবাস উজিরপুরের শোলকে। আভা গান্ধীর মৃত্যু ৯ মে ১৯৯৫ সালে।

জেলর পিতা অমৃতলাল চট্টোপাধ্যায়ের কর্মস্থল রংপুরে তাঁর জন্ম। মাতার নাম শৈলবালা। গান্ধীজির একান্ত ভক্ত পিতার আগ্রহে বারো বছর বয়সে গান্ধীজির কাছে আসেন। গান্ধীজির শেষ আট বছরের নিত্যসঙ্গিনী ও সেবিকা, বিবাহ হয় গান্ধীজির পৌত্র কানু গান্ধীর সঙ্গে (১৯৪৪)। গান্ধীজির জীবিতাবস্থায় তাঁর সঙ্গেই সবসময় থাকতেন। দেখাশোনা করতেন। গান্ধীজির মৃত্যুর পর স্বামীর গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯২০ খ্রিস্টাব্দে সত্যাগ্রহ আন্দোলনের সময় সর্বোদয়ের আদর্শে ‘রাষ্ট্রীয়শালা’ নামে গান্ধীজি রাজকোটে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সেখানেই তাঁর শেষজীবন কাটে। ভালো গান গাইতে এবং নাচতে পারতেন। ক্ল্যাসিক্যাল গান শিখেছিলেন। ১৯৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত রেডিয়োতে গান গেয়েছেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান