আবুল খায়ের

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:২৩, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("পূর্ণ নাম অধ্যাপক ড. আবুল খায়ের। অধ্যাপক ড. আবুল খায়ের ঢ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

পূর্ণ নাম অধ্যাপক ড. আবুল খায়ের। অধ্যাপক ড. আবুল খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইহিতাসের অধ্যাপক ছিলেন। তিনি ১৯২৯ সালের ১ এপ্রিল কাউখালী থানার কাঁঠালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পিরোজপুর স্কুল থেকে মেট্রিক, প্রেসিডেন্সী কলেজ হতে আইএ এবং ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমএ পাস করেন। তিনি চাখার ও জগন্নাথ কলেজের অধ্যাপক ছিলেন। ১৯৫৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত হন। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় হতে ১৯৫৯ সালে পিএইডি ডিগ্রী লাভ করেন। তিনি বাঙালি জাতির স্বাধীনাতর একজন প্রবক্তা ছিলেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বদর বাহিনী তাকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার হতে ধরে নিয়ে যায় এবং রায়েরবাজার বধ্যভূমিতে অত্যাচার করে হত্যা করে। ১৯৭২ সালের ৪ জানুয়ারি তার লাশ উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কবর দেয়া হয়। তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১