আবদুস ছোবহান, রাজনীতিবিদ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:১১, ২২ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("আবদুস ছোবহান মিয়া স্বরূপকাঠি থানার গুয়ারেখা গ্রামে ১৯..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

আবদুস ছোবহান মিয়া স্বরূপকাঠি থানার গুয়ারেখা গ্রামে ১৯০১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা নবাব জান। তিনি িপরোজপুর কোর্টে আইন ব্যবসা করতেন। তিনি পিরোজপুর মুসলিম লীগের সম্পাদক ছিলেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে নির্বাচনে তিনি এ কে ফজলুল হকের প্রার্থীর নিকট হেরে যান। তিনি পিরোজপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ১৯৫৯ খ্রিস্টাব্দে ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০