আবদুল হালিম

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:২০, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("অধ্যাপক হালিমের জন্ম বরিশাল শহরে। তিনি বিএম কলেজ হতে আইএ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

অধ্যাপক হালিমের জন্ম বরিশাল শহরে। তিনি বিএম কলেজ হতে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমএস পাস করেন। আবদুল হালিম ঝিনাইদহ ক্যাডেট কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন। ঝিনাইদহের এসডিপিও মাহবুব উদ্দিনের সাথে বরিশাল নিবাসী অধ্যাপক হালিম ও বাংলার অধ্যাপক গোলাম জিলানী নজরে মোরশেদ পাকবাহিনরি বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। পাকসেনারা অধ্যাপক হালিমকে গ্রেফতার করে বেয়নেট দিয়ে খুচিযে খুচিয়ে হত্যা করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৬