আবদুল হাদী তালুকদার

Barisalpedia থেকে

প্রখ্যাত শিক্ষাবিদ আবদুল হাদী তালুকদারের জন্মতারিখ ২৬ অক্টোবর ১৯০৫। মৃত্যু: ১৭ জুলাই ১৯৮৫ সাল। জেলা: পটুয়াখালি।

১৯৩২ সালে লিটন স্কলারশিপ নিয়ে তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে ফিলোসফিতে এম. এ. করেন। ১৯৩৫ সালে দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। তিনি তাঁর দীর্ঘ ৩৩ বছরের চাকুরী জীবনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদ অলঙ্কৃত করেন। ১৯৬৮ সালে রেজিষ্ট্রার-এর পদ থেকে অবসর গ্রহণ করেন। ১৯৩৯ সালে তিনি উলানিয়া জমিদার বাড়ির বেগম নুরুন্নাহার চৌধুরীকে বিবাহ করেন।

আবদুল হাদী তালুকদার ১৯৪৫ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ফিলোসফি কোর্স কমিটির সদস্য, একাডেমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ছিলেন সিন্ডিকেট সদস্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য তদানিন্তন পাকিস্তান সরকার তাকে ‘সিতারায়ে খিদমত’ উপাধি প্রদান করে যা তিনি ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের সময় বর্জন করেন।

আবদুল হাদী তালুকদার ছিলন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কমিটির সদস্য এবং যুক্তরাজ্যের বাংলাদেশ অঞ্চলের কেমব্রিজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট। তিনি আমৃত্যু বহু শিক্ষা-সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং স্কুল-কলেজ-মাদ্রাসা স্থাপনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তিনি ১৭ জুলাই ১৯৮৫ তারিখে মৃত্যু বরণ করেন।

তথ্যসূত্র: রুসেলি রহমান চৌধুরী। বরিশালের প্রয়াত গুণীজন। ইউনিভার্সিটি বুক পাবলিশার্স: ঢাকা। ২০০৬।